অবরোধ-সংঘর্ষের ঘটনায় দুইশ জনকে আসামি করে ছয় মামলা

সীতাকুণ্ড প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৫ আগস্ট, ২০২২ at ৪:৫৯ পূর্বাহ্ণ

অবৈধ বসতি উচ্ছেদ বন্ধ ও বিদ্যুৎ সংযোগ পুনরায় দেওয়ার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর ও আলীনগরের বাসিন্দাদের অবরোধের ঘটনায় ছয়টি মামলা হয়েছে। অবরোধকালে যান-মালের ক্ষয়ক্ষতি, পুলিশ বক্সে ভাঙচুর, পুলিশের উপর হামলা ও মহাসড়কে গাড়ি ভাঙচুরের ঘটনায় এসব মামলায় ৪৫ জনকে সুনির্দিষ্ট ও অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরো ১৫০ জনকে। গত মঙ্গলবার রাতে সীতাকুণ্ড মডেল থানায় এই মামলা দায়ের করেন পুলিশ ও স্থানীয় বাসিন্দারা।
অতিরিক্ত পুলিশ সুপার (সীতাকুণ্ড সার্কেল) আশরাফুল করিম বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর ও আলীনগরের অবৈধ বসতিরা মহাসড়কে অবরোধকালে যান-মালের ক্ষয়ক্ষতি করেছে। ভাঙচুর করেছে পুলিশ বঙ ও মহাসড়কে চলাচলকারী গাড়িও। অবরোধকালে পুলিশের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় পৃথক ৬টি মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু হবে।
উল্লেখ্য, গত মঙ্গলবার জঙ্গল সলিমপুর ও আলীনগরের কয়েকশ অবৈধ বসতি উচ্ছেদ অভিযান বন্ধ ও বিদ্যুৎ সংযোগ পুনরায় দেওয়ার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের বিআইটিআইডি হাসপাতাল গেট এলাকায় অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয় সেখানকার বাসিন্দারা। এতে মহাসড়কে ২৫ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দুপুর ১২টা থেকে শুরু হওয়া অবরোধ বিকেল সাড়ে ৫টায় পুলিশের টিয়ার শেল ও ধাওয়ায় অবরোধের স্থান থেকে সরে যায় তারা। ৬ ঘণ্টার অবরোধে দূরপাল্লার যাত্রীরা চরম দুর্ভোগের মধ্যে পড়ে।

পূর্ববর্তী নিবন্ধওয়ার্ড আওয়ামী লীগ নেত্রীর বিরুদ্ধে ছাত্রলীগ নেতার মামলা
পরবর্তী নিবন্ধশুরুতে ভয়, টিকা নিয়ে জয়