অবরোধের হুঁশিয়ারির মধ্যে রাঙামাটিতে ভূমি কমিশনের সভা স্থগিত

রাঙামাটি প্রতিনিধি | শুক্রবার , ১৭ অক্টোবর, ২০২৫ at ৯:৫৯ পূর্বাহ্ণ

পার্বত্য চট্টগ্রামের বাঙালি সংগঠন জোটের অবরোধ ঘোষণার হুঁশিয়ারির মধ্যেই রাঙামাটিতে অনুষ্ঠিতব্য সভা স্থগিত করেছে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন। গতকাল বৃহস্পতিবার রাতে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের সচিব (যুগ্ম জেলা ও দায়রা জজ) মোহাম্মদ সাহাব উদ্দিনের সই করা এক পত্রে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, কমিশনের সকল সদস্যগণকে সদয় অবগত করানো যাইতেছে যে, রাঙামাটি জেলা পরিষদ ভবনে অবস্থিত পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের শাখা কার্যালয়ে আগামী ১৯ অক্টোবর (রোববার) বেলা ১১টায় ভূমি কমিশনের আহ্বানকৃত সভাটি অনিবার্য কারণবশত স্থগিত করা হইল। পরিবর্তিত তারিখ পরবর্তীতে জানানো হবে বলেও জানানো হয় ওই পত্রে।

এর আগে, বৃহস্পতিবার সকালে রাঙামাটি জেলা শহরের বনরূপার একটি রেস্তোরাঁয় ‘সচেতন ছাত্রজনতা, রাঙামাটি জেলা শাখার’ ব্যানারে সংবাদ সম্মেলন করে বাঙালিভিত্তিক সংগঠনগুলো। সেখান থেকে রোববার অনুষ্ঠিতব্য ভূমি কমিশনের সভা স্থগিত না করলে হরতালঅবরোধ কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেয়া হয়। এরইমধ্যে রাতে সভা স্থগিতের কথা জানাল ভূমি কমিশন।

পূর্ববর্তী নিবন্ধপাহাড়ে কমেছে জিপিএ-৫ ও পাসের হার
পরবর্তী নিবন্ধগভীর রাতে সন্দেহজনকভাবে ঘোরাফেরা, গ্রেপ্তার ৪