মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেছেন, গণতন্ত্র শান্তি ও উন্নয়নের জন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিকল্প নেই। শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতন দাবি করে যে অযৌক্তিক কর্মসূচি বিএনপি জামায়াত একতরফাভাবে দিয়ে যাচ্ছে জনগণ তাকে ঘৃণাভরে প্রত্যাখান করেছে। তিনি গতকাল বুধবার দারুল ফজল মার্কেটস্থ দলীয় কার্যালয় চত্বরে মহানগর আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে সভাপতির বক্তব্যে একথা বলেন। তিনি আরো বলেন, বিএনপি জামায়াত অতীতেও জ্বালাও পোড়াও করে আগুনে পুড়িয়ে মানুষ হত্যা করেছে। তাদের গায়ে খুনির কলঙ্কের দাগ। এই দাগ কখনো মুছা যাবে না। দাগ মুছতে হলে তাদেরকেও আগুনে পুড়তে হবে।
তিনি বলেন,শিক্ষাপ্রসারে বর্তমান সরকারের অবদান ঈর্ষন্বীয়। মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন শফর আলী, শফিক আদনান, মশিউর রহমান চৌধুরী, মো. সালাউদ্দিন, রুহুল আমিন তপন, ফজলে আজিজ বাবুল, ফারুক আহমেদ, গোলাম মোহাম্মদ জোবায়ের, মুজিবুল হক পেয়ারু। সভামঞ্চে উপস্থিত ছিলেন স্বপন কুমার মজুমদার, সালাউদ্দিন ইবনে আহমেদ, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, কাউন্সিলর আবদুস সালাম মাসুম, কাউন্সিলর পুলক খাস্তগীর প্রমুখ।
এছাড়া বাকলিয়া ওয়ার্ডে শান্তি ও উন্নয়ন সমাবেশে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদের সভাপতিত্বে ও শাহজাহানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সৈয়দ হাসান মাহমুদ শমসের। প্রধান বক্তা ছিলেন মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী। বক্তব্য রাখেন কাউন্সিলর শাহীন আক্তার রোজী, মো. ইয়াকুব সওদাগর, হাজী আবদুল মোনাফ, আবুল কালাম চেয়ারম্যান, বেলাল হোসেন ও তসকির আহমেদ। প্রেস বিজ্ঞপ্তি।