অবরুদ্ধ গাজায় মুহুর্মুহু হামলা, মানবিক করিডোর চাইল হু

ইসরায়েলে নিহত হাজার ছাড়িয়েছে, ৭৬৫ ফিলিস্তিনির মৃত্যু মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ব্যর্থ : পুতিন

আজাদী ডেস্ক | বুধবার , ১১ অক্টোবর, ২০২৩ at ৬:০৫ পূর্বাহ্ণ

গাজা থেকে হামাসের হামলায় ইসরায়েলি মৃতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ইসরায়েলি দূতাবাস। আহত হয়েছে তিন হাজার ৪১৮ জন। অপরদিকে ইসরায়েলের পাল্টা হামলায় গতকাল শেষ খবর পাওয়া পর্যন্ত ফিলিস্তিনে মৃতের সংখ্যা ৭৬৫ ছাড়িয়েছে এবং চার হাজারের বেশি আহত হয়েছে বলে জানায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। পশ্চিম তীরেও সংঘর্ষে নিহতের খবর পাওয়া গেছে। এদিকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

গতকালও অবরুদ্ধ গাজায় মুহুর্মুহু বিমান ও কামান হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েল বলছে, গাজায় তারা বড় ধরনের বিমান হামলা চালিয়েছে। গাজায় অ্যাম্বুলেন্সে ইসরায়েলি হামলা, রেহাই পাচ্ছেন না স্বাস্থ্যকর্মীরাও। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের শীর্ষ এক কর্মকর্তা বলেছেন, অবরুদ্ধ উপত্যকায় চিকিৎসা সুবিধাগুলো ভেঙে পড়ার দ্বারপ্রান্তে। পরিস্থিতি খুব খারাপ। আমাদের পাঁচটি অ্যাম্বুলেন্সের ওপর হামলা হয়েছে। আমাদের পাঁচ সহকর্মী নিহত হয়েছেন। স্বাস্থ্যকর্মীদের সরানোর জন্য কোনো নিরাপদ পথ নেই।

তবে হামাসের সশস্ত্র গোষ্ঠী আলকাশেম ব্রিগেডস হুমকি দিয়েছে, গাজায় বোমা হামলা চালিয়ে নিরীহ বেসামরিক মানুষ হত্যা বন্ধ না করলে কোনো প্রাকআভাস ছাড়াই জিম্মি ইসরায়েলিদের মেরে ফেলা হবে। যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত জিম্মিদের নিয়ে আলোচনায় যাবে না বলেও জানিয়েছে হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়াহ।

গত সোমবার ইসরায়েল সম্পূর্ণভাবে গাজা অবরোধের ঘোষণা দেয়। উপত্যকাটিতে খাবার, পানি ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। লোকজনকে ক্ষুধার্ত রাখার অভিপ্রায়ে ইসরায়েলের এই ধরনের অবরোধ জাতিসংঘের আইন অনুযায়ী যুদ্ধাপরাধ। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা গাজার হাসপাতালগুলোতে জরুরি চিকিৎসা সহায়তাসামগ্রীর প্রবেশ নিশ্চিতে মানবিক করিডোর চালুর আহ্বান জানিয়েছে। ইসরায়েলের সমর্থনে এক হয়েছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইতালি ও জার্মানি। মার্কিন রণতরী ভূমধ্যসাগরের পূর্বদিকে অগ্রসর হচ্ছে। গোলাবারুদ বোঝাই বিমানগুলো ইসরায়েলের পথে রয়েছে বলে জানা গেছে।

অন্যদিকে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের নেতা আবদেলমালেক আলহুথি বলেছেন, যুক্তরাষ্ট্র যদি সরাসরি গাজায় হস্তক্ষেপ করে তাহলে তারা ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেবে। ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হতে পারে বলেও ঘোষণা দিয়েছেন তিনি। তিনি বলেন, গাজার ক্ষেত্রে রেড লাইন আছে। অন্যান্য গ্রুপের সঙ্গে সমন্বয় করতেও তারা প্রস্তুত বলে জানানো হয়েছে। ইসরায়েলকে লক্ষ্য করে লেবানন থেকেও হামালা চালানো হয়েছে। এ সময় ইসারায়েলের উত্তরাঞ্চলীয় সীমান্ত শহরগুলোতে সাইরেন বাজানো হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কৌশল যে কতটা ব্যর্থ সেটা ইসরায়েলফিলিস্তিন চলমান সংঘাত খুব ভালোভাবে দেখিয়ে দিয়েছে বলে গতকাল মঙ্গলবার মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যার কারণ হিসেবে তিনি ফিলিস্তিনি স্বার্থ উপেক্ষা করে আলোচনা একপাক্ষিক করার চেষ্টাকে দায়ী করেছেন। সফররত ইরাকি প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আলসুদানিকে পুতিন আরো বলেন, আমার মনে হয় অনেকেই আমার সঙ্গে এ বিষয়ে একমত হবেন যে এই সংঘাত মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের নীতির ব্যর্থতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। স্বাধীন সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত বাস্তবায়নের প্রয়োজনীয়তা নিয়েও কথা বলেন পুতিন। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব ফিলিস্তিনিদের মৌলিক স্বার্থ বিবেচনায় নেয়নি বলেও মনে করেন তিনি। এছাড়া ফিলিস্তিনিদের প্রতি সমর্থন দেয়ার কথা জানিয়েছেন সৌদি আরবের অঘোষিত শাসক ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। হামাসের গণহত্যার চালানোর পেছনে ইসরায়েল দায়ী বলে জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি। তিনি বলেছেন, যারা ইহুদিবাদী শাসকদের উপর হামলার পরিকল্পনা করেছে আমরা তাদের হাতে চুম্বন করি। তবে তিনি হামাস যোদ্ধাদের হামলার পেছন ইরানের জড়িত থাকার কথা অস্বীকার করেছেন।

হামাসের অন্তত ২০০টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েলের বিমান বাহিনী। গাজা সীমান্তে ইসরায়েলি সেনাবাহিনীর ৩৫টি ব্যাটালিয়ন মোতায়েন করা হয়েছে। গাজা উপত্যকা জুড়ে এক লাখ ৮৭ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে, এই সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। জাতিসংঘের ৮৩টি স্কুলে এক লাখ ৩৭ হাজার ৫শ মানুষকে আশ্রয় দেয়া হয়েছে। ইসরায়েল ফিলিস্তিনের মধ্যে সংঘাতের কারণে মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি তেলের সরবরাহ ব্যাহত হতে পারে এমন উদ্বেগের কারণে তেলের দাম বেড়ে গিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমগনামায় হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা
পরবর্তী নিবন্ধ‘দেশটা তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন’