প্রথম বিভাগ ফুটবল লিগে টিকে গেলো ফিরিঙ্গীবাজার লাকী স্টার ক্লাব। গতকাল সোমবার এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত অবনমন লড়াইয়ের ম্যাচে তারা ১–০ গোলে কর্ণফুলী ক্লাবকে পরাজিত করে। এ জয়ে ৯ খেলা শেষে তাদের পয়েন্ট হয়েছে ৯। এ অর্জনেই বেঁেচ গেছে ফিরিঙ্গীবাজারের দলটি। এর আগের ম্যাচটিতে শিরোপা দৌড়ে থাকা কল্লোল সংঘের বিপক্ষে প্রশ্নবিদ্ধ ম্যাচে তারা জয়লাভ করেছিল। আর এ ম্যাচটিই ছিল তাদের অবনমন থেকে বেঁচে যাওয়ার টার্নিং পয়েন্ট। অন্যদিকে কর্ণফুলী ক্লাব সমান খেলায় সর্বনিন্ম ৭ পয়েন্ট পেয়েছে। তবে তাদের অবনমন এখনো নিশ্চিত হয়নি। তাদেরকে বাকলিয়া–নওজোয়ান ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে। কারণ বাকলিয়া একাদশও ৭ পয়েন্ট নিয়ে আছে। তারা ৮টি খেলায় অংশ নিয়েছে। বাকি খেলায় বাকলিয়া একাদশ যদি প্রতিপক্ষ আগ্রাবাদ নওজোয়ান ক্লাবের বিপক্ষে জয়লাভ করে কিংবা ড্র করে তবে তারা অবনমন থেকে রক্ষা পাবে। সেক্ষেত্রে কর্ণফুলী ক্লাব দ্বিতীয় বিভাগে নেমে যাবে। অন্যদিকে বাকলিয়া যদি নওজোয়ানের কাছে পরাজিত হয় তবে বাকলিয়া এবং কর্ণফুলীর পয়েন্ট সমান ৭ হয়ে যাবে। তখন কোন দলটি দ্বিতীয় বিভাগে নামবে তা নির্ধারণের জন্য এই দু’দলকে আবার মাঠে নামতে হবে। গতকাল কর্ণফুলী এবং লাকী স্টার ক্লাবের খেলার প্রথমার্ধ ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধে ৬২ মিনিটের সময় লাকী স্টার ক্লাব আক্রমনে উঠে। বঙের ভেতর থেকে দলের আল আমিন বল বাড়িয়ে দেন বাম প্রান্তে থাকা নুরুল আলমের দিকে। নুরুল আলমের বার ঘেঁষা শট কর্ণফুলী কিপার মোহাম্মদ আলীকে পরাস্ত করে। লাকী স্টার এগিয়ে যায় ১–০ গোলে। বাদবাকি সময় কর্ণফুলী খেলায় সমতা আনার চেষ্টা করেও ব্যর্থ হয়। গতকালের খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের গোলরক্ষক বিজয় কুমার নাথ। তার হাতে ক্রেস্ট তুলে দেন সিজেকেএস সহ–সভাপতি মো. হাফিজুর রহমান। প্রথম বিভাগ ফুটবল লিগে আজ দুটি খেলা অনুষ্ঠিত হবে। দুপুর ১২.৪৫ টায় প্রথম খেলায় অংশ নেবে রাইজিং ষ্টার ক্লাব এবং কিষোয়ান স্পোর্টিং ক্লাব। এবং দ্বিতীয় খেলা দুপুর ২.৪৫ টায় অনুষ্ঠিত হবে। এতে খেলবে কল্লোল সংঘ এবং বাংলাদেশ রেলওয়ে রেঞ্জার্স। দুটি খেলাই এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এদিকে লিগের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আগামীকাল ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সিডিএফএ সভাপতি এস এম শহীদুল ইসলাম। লিগের সময়সূচিতেও পরিবর্তন আনা হয়েছে।
আগামী ১ ডিসেম্বর অনুষ্ঠেয় চট্টগ্রাম জেলা পুলিশ ফুটবল দল এবং পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থার খেলার সূচি পরিবর্তন করে আগামীকাল ৩০ নভেম্বর দুপুর ১২.৩০টায় নির্ধারণ করা হয়েছে।