অবতরণের পর বিমানে যান্ত্রিক ত্রুটি, রানওয়ে ২ ঘণ্টা বন্ধ

শাহ আমানত বিমানবন্দর

আজাদী প্রতিবেদন | রবিবার , ৬ জুলাই, ২০২৫ at ৫:৪৮ পূর্বাহ্ণ

অবতরণের পর যান্ত্রিক ক্রুটির কারণে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের রানওয়েতে আটকা পড়ে একটি বিমান। এ কারণে দুই ঘণ্টা বন্ধ থাকে রানওয়ে। এতে চারটি ফ্লাইটের সময়সূচি বিলম্বিত হয়। ক্রটির সারিয়ে দুই ঘণ্টা পর বিমানটিকে সরানো হয়।

বিমানবন্দর সূত্র জানিয়েছে, গতকাল শনিবার সকাল সাড়ে ৯টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট (বিজি১৩৮) সৌদি আরবের মদিনা থেকে ৩৭৮ জন হজযাত্রী নিয়ে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। অবতরণের পর রানওয়ের শেষ প্রান্তে এসে বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এটি রানওয়েতে আটকা পড়ে। বিমানটিকে রানওয়ে থেকে সরিয়ে আনা সম্ভব হচ্ছিল না। এটি চট্টগ্রামের হজযাত্রী নামিয়ে ঢাকায় যাওয়ার কথা ছিল।

বিমানটি রানওয়েতে আটকা পড়ায় বিমানবন্দর কর্তৃপক্ষ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে বন্ধ ঘোষণা করে। রানওয়ে বন্ধ থাকায় সালাম এয়ারের মাস্কাটগামী ফ্লাইট ৪০২ তিন ঘণ্টা আট মিনিট বিলম্বে সকাল ১১টা ৫৩ মিনিটে মাস্কাটের উদ্দেশ্যে ছেড়ে যায়। অভ্যন্তরীণ ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি৬১২ ফ্লাইটটি ৪৭ মিনিট বিলম্বে সকাল ৯টা ৫৭ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। এছাড়া ঢাকা থেকে আসার পথে থাকা ইউএসবাংলা এয়ারলাইন্সের বিএস১০৫ (ঢাকা থেকে নির্ধারিত ছাড়ার সময় ছিল ৯টা ৩০ মিনিট) এবং এয়ার অ্যাস্ট্রার ফ্লাইট ৪১৫ (ঢাকা ছাড়ে ১০টা ৩০ মিনিটে) বিলম্বে চট্টগ্রামে পৌঁছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, রানওয়ে বন্ধ থাকায় আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ মিলিয়ে অন্তত চারটি ফ্লাইটের সময়সূচি বিলম্বিত হয়। নিরাপত্তার স্বার্থে এই সময়ের মধ্যে অন্য কোনো ফ্লাইট ওঠানামা করতে পারেনি।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের মুখপাত্র মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, বাংলাদেশ বিমানের ফ্লাইটটি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর রানওয়ে২৩ প্রান্তে এসে যান্ত্রিক ত্রুটির কারণে আটকা পড়ে। উড়োজাহাজটিতে ৩৮৭ যাত্রী ছিলেন। যান্ত্রিক ত্রুটি সারিয়ে বেলা ১১টা ২০ মিনিটে বিমানটিকে রানওয়ে থেকে সরিয়ে নেওয়া হয়। এরপর বিমানবন্দরে স্বাভাবিক বিমান চলাচল শুরু হয়।

বিমান সূত্র জানিয়েছে, যান্ত্রিক ত্রুটি সারানোর পর হজযাত্রীদের নিয়ে ফ্লাইটটি দুপুর সাড়ে ১২টায় ঢাকার উদ্দেশ্যে উড়াল দেয় এবং যথারীতি ঢাকায় পৌঁছে।

পূর্ববর্তী নিবন্ধনওশাদের স্ত্রী বললেন তার স্বামী শ্রমিক লীগ নয়, জামায়াতের রুকন
পরবর্তী নিবন্ধচোখ বেঁধে প্রেমিকের হাত-পায়ের নখ তুলে নিল প্রেমিকার পরিবার