চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির অবকাশপূর্ব প্রীতি সমাবেশ গতকাল আইনজীবী সমিতির সভাপতি মুহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে এজিএস মোহাম্মদ আবদুল আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
সমিতির অডিটরিয়ামে অনুষ্ঠিত উক্ত সমাবেশে প্রধান অতিথি ছিলেন মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমান, বিশেষ অতিথি ছিলেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রবিউল আলম, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য মো. মুজিবুল হক। এতে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক এ.এইচ.এম. জিয়াউদ্দিন। এতে প্রধান অতিথি বলেন- প্রীতি সমাবেশ বিচারক ও আইনজীবীদের মধ্যে সমপ্রীতি বৃদ্ধি করে। একই সাথে অবকাশ মেধা, স্মৃতি ও স্বাস্থ্যের উন্নয়ন ঘটায়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিভিন্ন আদালতের বিচারক ও আইনজীবীবৃন্দ।