অবকাশ মেধা ও স্বাস্থ্যের উন্নয়ন ঘটায়

আইনজীবী সমিতির প্রীতি সমাবেশে বক্তারা

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২ ডিসেম্বর, ২০২২ at ১০:৪৬ পূর্বাহ্ণ

 

 

অবকাশপূর্ব প্রীতি সমাবেশ বিচারক এবং আইনজীবীদের মধ্যে সৌহার্দ্য এবং সম্প্রীতি বৃদ্ধি করে। আইনজীবী এবং বিচারক দুপক্ষই ন্যায় বিচারের কার্যক্রমের দিকে কর্মশক্তি সমৃদ্ধ করতে পারে অবকাশের মাধ্যমে। অবকাশ মেধা, স্মৃতি ও স্বাস্থ্যের উন্নয়ন ঘটায়। এ সমাবেশ আইনজীবীদের কর্মদক্ষতা এবং সামাজিক মূল্যবোধ বৃদ্ধি করবে।

গতকাল বৃহস্পতিবার জেলা আইনজীবী সমিতির অডিটরিয়ামে অনুষ্ঠিত প্রীতি সমাবেশে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু মোহাম্মদ হাশেম। স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক এএইচএম জিয়াউদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের জেলা ও দায়রা জজ আজিজ আহমদ ভূঞা, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য এএসএম বদরুল আনোয়ার, মহানগর দায়রা জজ ড. বেগম জেবুননেছা, বিভাগীয় স্পেশাল জজ মুন্সি আবদুল মজিদ, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রবিউল আলম, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কামরুন নাহার রুমী।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কার্যনির্বাহী পরিষদের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ শফিক উল্লাহ, সহসভাপতি মোহাম্মদ আজিজ উদ্দীন হায়দার, অর্থ সম্পাদক এম সালাহউদ্দিন মনসুর চৌধুরী রিমু, পাঠাগার সম্পাদক মো. জাহিদুল ইসলাম চৌধুরী, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. মেজবাহ উদ্দিন দোয়েল, নির্বাহী সদস্য মো. তৌহিদুল বারী চৌধুরী, এএনএম রোকনুজ্জামান (মুন্না), মো. খোরশেদ আলম, মো. মোস্তফা করিম, তৌহিদুল ইসলাম, মো. আবদুল্লাহআলমামুন, বিলকিস আরা মিতু, আইনুল কামাল, শ্যামল চৌধুরী, সেলিনা আক্তার প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধবিচারাধীন বিষয়ে সংবাদ : কী করা যাবে না, জানাল হাই কোর্ট
পরবর্তী নিবন্ধবীর মুক্তিযোদ্ধা ছাবের আহমদ