অবকাঠামোগত উন্নয়নে এগিয়ে যাচ্ছে দেশের শিক্ষা ব্যবস্থা

চন্দনাইশে রামকৃষ্ণ বিদ্যালয় ভবন উদ্বোধনে এমপি নজরুল

চন্দনাইশ প্রতিনিধি | শুক্রবার , ১৬ সেপ্টেম্বর, ২০২২ at ৬:৪১ পূর্বাহ্ণ

সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, অবকাঠামোগত উন্নয়নে এগিয়ে যাচ্ছে শিক্ষা ব্যবস্থা। এখন প্রতিটি শিক্ষাঙ্গনে বহুতল দৃষ্টিনন্দন একাডেমিক ভবন দৃশ্যমান। তিনি গত রবিবার ৪ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে চন্দনাইশের সুচিয়া রামকৃষ্ণ উচ্চ বিদ্যালয়ের উর্ধ্বমুখী ভবনের উদ্বোধনকালে একথা বলেন।
বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি এড. শুভাগত চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. বিপ্লব গাঙ্গুলী। বিশেষ অতিথি ছিলেন বরকল ইউপি চেয়ারম্যান আবদুর রহিম চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক টিকলু দাশ গুপ্ত। উপস্থিত ছিলেন বরকল যুবলীগের সভাপতি আনছারুল হক, মেম্বার মো. হাবিবুর রহমান, কামাল উদ্দিন হেলাল, সেলিম উদ্দিন প্রমুখ। একইদিন তিনি প্রধান অতিথি হিসেবে উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ ও বিতরণ করেন। ২০২২-২০২৩ অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় উপজেলার ৬৫টি পুকুরে ২৬৬ কেজি মাছের পোনা অবমুক্ত ও বিতরণ করেন তিনি।। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আবদুল জব্বার চৌধুরী, মৎস্য বিভাগ চট্টগ্রামের সহকারি পরিচালক ওয়াহিদুজ্জামান মজুমদার। স্বাগত বক্তব্য রাখেন মৎস্য কর্মকর্তা মো. হাসান আহসানুল কবির।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে হত্যাসহ ১০ মামলার আসামি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধশেখ হাসিনার প্রচেষ্টায় অবহেলিত নারী সমাজের ভাগ্য বদলেছে