আমার দীর্ঘ কর্মজীবনে যখন যে কর্মস্থলে পদায়িত হয়েছি, সেই কর্মস্থলকে আপন করে নেয়ার চেষ্টা করেছি।কর্ম পরিবেশকে প্রাণবন্ত রাখার চেষ্টা করেছি। যেখানে কাজ করেছি, সেখানে সহকর্মীদের মধ্যে বিশেষত চতুর্থ শ্রেণির কর্মচারীদের সাথে আমার বিশেষ ভাবের সৃষ্টি হয়। ক‘দিন আগে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে যখন ছিলাম, সেখানেও এর ব্যতিক্রম ছিলো না। আমি তাদেরকে ভীষণ মিস করি। আমার বর্তমান কর্মস্থল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, চট্টগ্রাম আঞ্চলিক/পরিচালকের কার্যালয়।এর অবস্থান ১৫ সিডিএ, আগ্রাবাদ। এখানে আসার পরও চতুর্থ শ্রেণির কর্মচারীরা আমার আপনজন হয়ে গেলো মনের অজান্তেই। এ কার্যালয়ের প্রধান আধিকারিক হিসেবে এই ক‘দিনে অন্যান্য কাজের সাথে অফিসের আঙ্গিনা পরিষ্কার রাখার দিকে বিশেষ মনোযোগ দিলাম। সেই সাথে এখানকার পতিত অনাবাদী জমিতে শীতকালীন শাকসবজি লাগানোর জন্য পরিচালক মহোদয়ের গাড়ির ড্রাইবার জামাল মোল্লা ও অফিস সহায়ক সিজানকে প্রাণিত করলাম। ওরা সোৎসাহে কাজ শুরু করে দিলো। আশা করা যায়, কিছু দিনের মধ্যে এই আঙ্গিনা তরী তরকারির ফলনে ভরপুর হয়ে ওঠবে, এখানকার পরিবেশ সৌন্দর্যময় হয়ে ওঠবে। এখানে আসার পর জামালের পালিত চীনা হাঁসগুলোর সাথেও এ ক‘দিনে বেশ বন্ধুত্ব গড়ে উঠলো। আজ অফিস টাইম শেষে এদের সাথে বেশ মজার সময় কাটলো। এই হাঁসগুলোর জীবন নিরাপদ হোক।