অফিসের চেয়ারেই মৃত্যুর কোলে!

টেকনাফ প্রতিনিধি | বুধবার , ৩০ জুন, ২০২১ at ৬:৪৯ পূর্বাহ্ণ

অফিসের চেয়ার থেকেই উদ্ধার করা হয় ব্যাংক কর্মকর্তা আমান ওয়াহিদের (৩০) মৃতদেহ। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ইসলামী ব্যাংক হ্নীলা এজেন্ট ব্যাংকিং শাখায় ঘটে এ ঘটনা।
জানা যায়, মঙ্গলবার সকাল ১০টার দিকে হ্নীলা সিকদার প্লাজার ২য় তলায় ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং হ্নীলা শাখা অফিস কক্ষের তালা ভেঙে ইনচার্জ ও সাবরাং মুন্ডার ডেইলের বাসিন্দা মৌলভী ছৈয়দ আহমদের ছেলে আমান ওয়াহিদকে অচেতন অবস্থায় উদ্ধার করে হ্নীলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, মা-বাবা, ৪ ভাই, ৫ বোন, সহকর্মী, বন্ধু-বান্ধব ও অনেক আত্মীয়-স্বজন রেখে যান।
জানা যায়, জুন মাসের ক্লোজিং, করোনা আতংক ও যানবাহন সংকটের কারণে তিনি গত ২/৩ দিন ধরে বাড়িতে যাননি। গত সোমবার রাতে হ্নীলা স্টেশনের বৈশাখী হোটেলে খাবার খাওয়ার সময় হঠাৎ মাথাব্যথা অনুভব করার কথা বলে বিশ্রামের জন্য তিনি দ্রুত এজেন্ট ব্যাংকিং হ্নীলা শাখা অফিসে চলে যান। পরদিন সকাল পৌনে ১০টা হলেও অফিস না খোলায় হোটেলের লোকজন ডাকাডাকি শুরু করেন। কোনো ধরনের সাড়া-শব্দ না পেয়ে হোটেল কর্তৃপক্ষ তালা ভেঙে অফিসের ভেতরে ঢুকে দেখতে পান তার নিথর দেহ। ধারণা করা হচ্ছে হার্ট স্ট্রোকে তার মৃত্যু হয়েছে। তরুণ এ ব্যাংক কর্মকর্তার এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও সহকর্মীদের মধ্যেশোকের ছায়া নেমে আসে।

পূর্ববর্তী নিবন্ধহ্নীলায় আ.লীগ কর্মীর ওপর হামলা মামলার আসামি কারাগারে
পরবর্তী নিবন্ধসড়ক বেহাল, যাতায়াতে ভোগান্তি