এবারের বিপিএল আসরে ‘অপ্রতিরোধ্য’ দল সিলেট স্ট্রাইকার্স। ঢাকায় চার ম্যাচে কেউ তাদের ধরতে পারেনি। চট্টগ্রামে এসেও একই অবস্থা। জয়রথ যেন থামতেই চাইছে না। তবে শেষ পর্যন্ত থেমেছে মশরাফির দল। গত আসরের চ্যাম্পিয়ন কুমিল্লা থামাল সিলেটের জয়রথ।
টানা পাঁচ ম্যাচে জয়ের পর ষষ্ঠ ম্যাচে এসে তাদেরকে ৫ উইকেটে হারিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। পাশাপাশি লিটন দাশের দুর্দান্ত ব্যাটিংয়ে টানা দ্বিতীয় জয় তুলে নেয় কুমিল্লা। আগের দিন চট্টগ্রামকে হারানোর পর গতকাল সিলেটকে থামিয়ে দিয়ে ৫ ম্যাচে দুই জয় তুলে নিল কুমিল্লা।
টসে হেরে ব্যাট করতে নামা সিলেট শুরু থেকেই উইকেট হারাতে থাকে। দুই ওপেনার বিচ্ছিন্ন হন ৯ রানে। ফিরেন ৭ রান করা মোহাম্মদ হারিস। ব্যাটিংয়ে প্রমোশন নিয়ে তিন নম্বরে আসা আকবর আলি ফিরেছেন ১ রান করে। জাকির হাসান ফিরেছেন ৯ রান করে।