কথা ছিলো আমাদের একসাথে
স্বর্গে যাবার।
স্বর্গতো দূরে থাক নরকেও
একসাথে যাওয়া হলেনা আর !
স্বর্গের সিঁড়ি দিয়ে যাওয়ার পথে
সুন্দরী এক হুরকে দেখে
তুমি সিঁড়ি ভেবে– পা দিয়েছো শূন্যে।
পৃথিবী আর অভিকর্ষ তোমায় ভালোবাসে না বলে
সেদিন থেকে আজ অবধি রয়েছো তুমি শূন্যে আঁটকে!
আর আমি….
স্বর্গের সিঁড়িতে এখনো দাঁড়ানো–
তোমার প্রতিক্ষায়….
তুমি আসলে –
স্বর্গে না হোক নরকে হলেও–
দুজন একসাথে যাবো বলে।