অপেক্ষাগুলো ধীরে ধীরে প্রতিক্ষায় রূপ নেয়। অপেক্ষা আর প্রতিক্ষা এক নয়। অনির্দিষ্ট ভবিষ্যৎ নিয়েও মানুষ সহস্র বছর অপেক্ষা করে কাটিয়ে দেয়। নিজের মনে সুপ্ত করে বাঁচিয়ে রাখে হাজারও অতীত। আমরা কেউই অপেক্ষা ভালবাসি না। কিন্তু তাও অপেক্ষা করে যাই। আর তার একমাত্র কারন হলো আমরা অতি প্রিয়জনের অপেক্ষায় অপেক্ষারত থাকি। যার পথ দীর্ঘ হলেও মনে আস্থা থাকে। আর থাকে প্রশান্তি…