সীমান্তের একাকীত্বের বেড়াজালে
আটকেপড়া আলোহীন অন্ধকার ঘরে
দম বন্ধহীন বন্ধ জানালায়,
মানসিক যন্ত্রণায় –
ক্ষতবিক্ষত সময়ের অসময়ে চাওয়া পাওয়ার
হিসাব মেলাতে সীমান্তের নির্বাক পথচলা।
মিনুর ছেড়ে যাওয়ার দিন গুনতে গুনতে
ক্লান্তিময় শরীরে ঘামের গন্ধে
অস্থিতিশীল দিন কাটে অকুণ্ঠ সময়।
কোথায় যাবে সীমান্ত?
সীমান্তের ওপারে মিনুর দিন কেমন কাটছে,
ভাবনার সমুদ্রে ঢেউয়ের আঘাতে
ভাবনাগুলো মিশে যায় তীরে এসে।
যার কথা ভাবি, সে কি ভাবে আমার কথা?
গন্তব্যহীন পথ চলায় একসময় পৌঁছে যায়
সীমান্তের কাছাকাছি।
মনটা পড়ে আছে ঠিক মিনুর কাছেই।
পরের গন্তব্য কোথায়?