অপেক্ষা

ড. সাদিকা সুলতানা | শুক্রবার , ২০ সেপ্টেম্বর, ২০২৪ at ৫:০০ পূর্বাহ্ণ

মানুষ এ জীবনে সবচাইতে বেশি কোন্‌ কাজটি করে জানেন? অপেক্ষা! মানুষ তার সমস্ত জীবনে স্বপ্নগুলো প্রত্যাশিত বস্তুগুলো প্রাপ্তির অপেক্ষা করে কাটিয়ে দেয়। ছোট্ট একটি অলকানন্দার চারা লাগিয়ে তাতে ফুল ফোটার অপেক্ষা। জীবনের প্রতিটি পরীক্ষা শেষে ভালো ফলের অপেক্ষা, প্রিয়তমার চিঠি আসার অপেক্ষা, প্রিয়জনের ঘরে ফেরার অপেক্ষা। কখনও রাত শেষে স্নিগ্ধ একটি সকালের অপেক্ষা, টানা বৃষ্টির পর এক ঝলক রোদ্দুরের অপেক্ষা, বেকার জীবনে মনের মত একটি চাকুরি পাওয়ার অপেক্ষা, চাকুরিজীবীর একটি পদোন্নতির অপেক্ষা, প্রেমিক প্রেমিকা থেকে বর কনে হওয়ার অপেক্ষা, বিবাহিত দম্পতির সন্তানের বাবা মা হওয়ার অপেক্ষা! শীত শেষে বসন্তের অপেক্ষা। ত্রিশ রোজা শেষে ঈদের অপেক্ষা, দেবী দুর্গার ভাসান শেষে আসছে বছর আবার পুজোর অপেক্ষা! কঠিন কোন অসুখ করলে তা থেকে নিরাময়ের অপেক্ষা! এ এক অনন্ত অপেক্ষা, যতদিন জীবন আছে ততদিন মানুষ অপেক্ষা করে সুখের অপেক্ষা, যা কিছু ভালো তারজন্য অপেক্ষা।

পূর্ববর্তী নিবন্ধসড়কে বিমানের ছোঁয়া?
পরবর্তী নিবন্ধপ্রবোধচন্দ্র সেন : ছন্দবিশারদ ও রবীন্দ্রগবেষক