‘এক্সচেঞ্জ’ শিরোনামে একটি নাটকে অভিনয় করেছেন ছোটপর্দার দুই অভিনয়শিল্পী জিয়াউল ফারুক অপূর্ব ও সাবিলা নূর। মেজবাহ উদ্দীন সুমনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন রুবেল হাসান। প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি’র ইউটিউব চ্যানেলে নাটকটি প্রকাশ করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। খবর বিডিনিউজের।
পরিচালক জানান, নাটকে দেখা যাবে মেয়েরা উত্যক্ত করছে ছেলেদের। বিয়ের জন্য ছেলেকে বাসায় দেখতে আসছে মেয়ে পক্ষ। আবার ছেলেরা ম্যানেজ করছে সংসার, স্ত্রীরা করছে অফিস। সাবিলা নূর বলেন, ‘ইভ টিজিংয়ের বিরুদ্ধে এই নাটকটি প্রতীকী প্রতিবাদের মতো। আমার বিশ্বাস, নাটকটি দেখার পর কোনও ছেলে বা পুরুষ কখনো আর কোনও মেয়েকে উত্যক্ত বা টিজ করবে না। তবেই আমাদের পরিশ্রম সার্থক হবে।’