নির্মাতা কাজল আরেফিন অমি ‘হাউ সুইট’ নামের যে সিনেমাটি নির্মাণের ঘোষণা দিয়েছিলেন সেটি মুক্তি পাচ্ছে ঈদে। রোম্যান্টিক এবং কমেডি গল্পের সিনেমায় জুটি বেঁধেছেন জিয়াউল হক অপূর্ব ও তাসনিয়া ফারিণ। সিনেমার শুটিং শেষ করে পোস্ট প্রডাকশনের কাজ চলছে বলে জানিয়েছেন নির্মাতা অমি। গ্লিটজকে অমি বলেছেন সিনেমাটি ভালোবাসা দিবসে মুক্তি পাওয়ার কথা ছিল। খবর বিডিনিউজের।
কিন্তু পোস্ট প্রডাকশনে কালারের কাজ শেষ হয়নি বলে মুক্তি দেওয়া সম্ভব হয়নি। আমরাও খুব তাড়াহুড়ো না করে ঈদে আসার জন্য প্রস্তুতি নিচ্ছি। চিত্রনাট্য নিয়ে অমির ভাষ্য, সিনেমাটি দেখলে দর্শকদের একটা মিষ্টি অনুভূতি কাজ করবে।
ঈদে মুক্তি পেলেই আরও বেশি জমবে বলে আমার বিশ্বাস। অভিনয়শিল্পী নিয়ে অমির কথায়, এই ধরনের সিনেমা করতে গেলে চোখ বন্ধ করেই অপূর্বর কথাই মনে পড়ে। ফারিণের সঙ্গেও তার বোঝাপড়া বেশ ভালো বলে জানিয়েছেন তিনি।
দুইজনই দুর্দান্ত করেছে, তাছাড়া সব অভিনয়শিল্পীই তাদের সেরাটা দিয়ে কাজ করেছেন। এর আগে সিনেমাটি নিয়ে অপূর্ব বলেছিলেন, অনেক দিন পর অমির সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে। আমি সিনেমার গল্পটা শুনেই খুব উচ্ছ্বসিত হয়ে যাই কবে কাজটি শুরু করব এটা ভেবে।
‘হাউ সুইট’ নিয়ে অপূর্ব ‘আশাবাদী’ জানিয়ে বলেছেন অমির আগের কাজগুলো দেখে দর্শক যেমন উপভোগ করেছে, এবারও তেমনটা হবে। এটা নাচে, গানে ভরপুর খুব সুন্দর একটি সিনেমা হতে যাচ্ছে।
ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গের প্রযোজনায় গেল বছরের নভেম্বরে ঢাকা, বরিশাল এবং দেশের বিভিন্ন লোকেশনে হয়েছে সিনেমার শুটিং।