অনেক দিন ধরেই মিডিয়ার আড়ালে রয়েছেন জনপ্রিয় মডেল-অভিনেত্রী শ্রাবস্তী দত্ত তিন্নি। ২০১৭ সালে সর্বশেষ টিভি নাটকে অভিনয় করেন তিনি। এরপর আর দেখা যায়নি তাকে। বর্তমানে মেয়েকে নিয়ে দূরদেশ কানাডায় বসবসা করছেন এই অভিনেত্রী।
আগামী বড় দিনে ছোট পর্দায় দেখা যাবে তিন্নিকে। তার অভিনীত ‘এই মায়া’ টেলিফিল্মটি ২৫ ডিসেম্বর রাত সাড়ে ৮টায় মাছরাঙা টিভিতে প্রচার হবে। এতে তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব। চয়নিকা চৌধুরী পরিচালিত টেলিফিল্মটি পুরোনো।
মাহমুদুন্নবী স্মরণ-সন্ধ্যা
একাডেমি অব সাউথ এশিয়ান কালচারাল হেরিটেজের উদ্যোগে শিল্পী মাহমুদুন্নবী স্মরণ-সন্ধ্যা ও তাঁর গাওয়া গানসমূহ নিয়ে গত ২২ ডিসেম্বর থিয়েটার ইনষ্টিটিউট চট্টগ্রামের (টিআইসি) গ্যালারি হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রয়াত শিল্পী মাহমুদুন্নবীর গান পরিবেশন করেন শিল্পী শাহরিয়ার খালেদ।
অনুষ্ঠান উদ্ধোধন করেন পার্বত্য খাগড়াছড়ি জেলার সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী। বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের বিচারপতি মাহমুদুল হক। স্বাগত বক্তব্য রাখেন সাহীদুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ মোজাহিদুল ইসলাম। শুরুতে সদ্য প্রয়াত শহীদ জায়া, বীর মুক্তিযোদ্ধা বেগম মুশতারী শফীর আত্মার শান্তি কামনা করা হয়। অনুষ্ঠানে বক্তারা শিল্পী মাহমুদুন্নবীকে চলচ্চিত্র ও সঙ্গীতাঙ্গনে এক উজ্জল তারকা বলে আখ্যায়িত করেন। প্রেস বিজ্ঞপ্তি।












