অপু বিশ্বাসকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৫ নভেম্বর, ২০২০ at ১১:১৭ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডের মাছ ব্যবসায়ী অপু বিশ্বাসকে (২২) পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ এনেছেন তার স্ত্রী মাধবী রানী জলদাস। গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে স্বামী অপু বিশ্বাস হত্যায় জড়িতদের বিচার দাবি করেন তিনি। সীতাকুণ্ড থানার ভাটিয়ারী ইউনিয়নের মীর্জানগর জেলেপাড়ার নেপাল জলদাসের ছেলে ছিলেন নিহত অপু বিশ্বাস।
সংবাদ সম্মেলনে মাধবী রানী অভিযোগ করে বলেন, প্রয়াত ব্যবসায়িক পার্টনারের স্ত্রী সীমা ও তার প্রেমিকের অবৈধ পরকীয়া প্রেমের বলি হয়েছেন আমার স্বামী অপু বিশ্বাস। লিখিত বক্তব্যে স্বামী হত্যার ঘটনা বর্ণনা করে বলেন, অপু বিশ্বাস বেশ কয়েক বছর ধরে একই এলাকার মৃত রতন জলদাশের পরিবারের সাথে যৌথভাবে মাছের ব্যবসা করে আসছিল। যে কারণে রতন জলদাশের পরিবারের সাথে অপুর বেশ সখ্যতা ছিল। রতন জলদাস গত বছর বজ্রপাতে মারা যাওয়ার পর তার স্ত্রী সীমা জলদাশ মৃত স্বামীর অবর্তমানে ব্যবসা দেখাশুনা করত। আমার স্বামী অপু বিশ্বাস পূর্বের ব্যবসায়িক পরিচয়ের সূত্র ধরে তাকে নিয়মিত সাহায্য সহযোগিতা ও তার বাসায় যাতায়াত করতো। সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করে বলেন, রতন জলদাশের মৃত্যুর পর হতে তার স্ত্রী সীমার আসল চরিত্র ধরা পড়ে। সে রতন জলদাশের আরেক বন্ধু রুবেল জলদাশের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে । আমার স্বামী তাদের অবৈধ সম্পর্কের কথা জেনে যায় এবং তাদের দুইজনকে অনৈতিক সম্পর্ক থেকে বিরত থাকার জন্য পরামর্শ দিলে তারা আমার স্বামীর ওপর ক্ষিপ্ত হয়ে উঠে।
ঘটনার পরপরই পুলিশ আসার আগেই অভিযুক্ত রুবেল জলদাশ, সীমার ভাই আকাশ পালিয়ে যায়। প্রায় ৫ মাস পলাতক থাকার পর গত জুলাই মাসে স্থানীয় ইউপি মেম্বারের সহযোগিতায় এলাকায় ফিরে আসে। তারা এ হত্যাকাণ্ডের ঘটনা ধামাচাপা দিতে আমাদের নানাভাবে হামলা মামলার ভয়ভীতি দিয়ে আসছেন।

পূর্ববর্তী নিবন্ধশম্ভু কুমার নাথ
পরবর্তী নিবন্ধস্বদেশ বালা শর্মা