ঢাকাই সিনেমার নায়িকা অপু বিশ্বাসের ‘লাল শাড়ি’ সিনেমার প্রথম গান ‘রঙে রঙে সঙে সঙে’ এসেছে ইউটিউবে। সংগীত পরিচালক ইমন সাহার সংগীতায়োজনে এ গানে কণ্ঠ দিয়েছেন অয়ন চাকলাদার, রাবেয়া সেতু, রাসেল মৃধা ও জেসি মোশাররফ। খবর বিডিনিউজের।
গানের গীতিকার সিনেমার নির্মাতা বন্ধন বিশ্বাস। সরকারি অনুদানে নির্মিত এ সিনেমা তৈরি হয়েছে অপু বিশ্বাসের প্রযোজনা সংস্থা অপু–জয় চলচ্চিত্রের ব্যানারে। তাঁত শিল্পীদের জীবন সংগ্রাম এ সিনেমার উপজীব্য। দুই তাঁতশিল্পীর প্রেমের গল্প বোনা হয়েছে এই সিনেমায়। ‘লাল শাড়ি’ মুক্তি পাবে আসছে ঈদে।