২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবসের স্বীকৃতির দাবিতে গতকাল বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সমাবেশ ও সূর্যাস্তের পর শহীদদের স্মরণে প্রদীপ প্রজ্জ্বালন কর্মসূচি পালন করেছে সেক্টর কমান্ডারস ফোরাম- চট্টগ্রাম জেলা ও মহানগর। সংগঠনের চট্টগ্রাম মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. সরফরাজ খান চৌধুরীর সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকীর পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এম.এ সালাম।
এ সময় এম.এ সালাম বলেন, একাত্তরের ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র নিরাপরাধ ও ঘুমন্ত সাধারণ বাঙালির ওপর যেভাবে হত্যাযজ্ঞ চালিয়েছিল তা পৃথিবীর ইতিহাসে অন্যতম ভয়াবহ গণহত্যা। একটি জনগোষ্ঠীর স্বাধিকারের দাবিকে চিরতরে মুছে দিতে এবং বাঙালি প্রজন্মকে নিশ্চিহ্ন করে দেয়ার নারকীয় পরিকল্পনা ‘অপারেশন সার্চ লাইট’। এই ভয়াবহতম, নৃশংসতম হত্যাযজ্ঞের স্মরণে ২০১৭ সালের ১১ মার্চ জাতীয় সংসদে চতুর্দশ অধিবেশনে ২৫ মার্চকে জাতীয় জাতীয় গণহত্যা দিবস ঘোষণা করা হয়।এই দিবসটি আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান আজ সময়ের দাবি।
সমাবেশে প্রধান আলোচক ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম মন্টু, নারীনেত্রী দিলোয়ারা ইউসুফ, হিমু হামিদ। বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র বিশ্বাস, আবু বক্কর সিদ্দিক, ফোরকান উদ্দিন আহমেদ, বাদশা মিয়া, গৌরী শংকর চৌধুরী, সেলিম চৌধুরী, ইফতেখার রাসেল, সাহেদ মুরাদ শাকু, সাইফুন নাহার খুশী, হাজী সেলিম রহমান, মো. জসীম উদ্দিন, পলাশ বড়ুয়া, ডা. ফজলুল হক সিদ্দিকী, সাদাত আনোয়ার সাদী, মোস্তাফা আনোয়ার, আরিফ মঈনুদ্দিন, নুরুল হুদা চৌধুরী, মো. নাজিম উদ্দিন, পংকজ রায়, মুস্তাফিজুর রহমান বিপ্লব, আনিসুর রহমান, মিলাদুল আমীন, শফিকুর রহমান, ফারজানা মিলা, চন্দন দাশ, সেলিনা আকতার, শীলা চৌধুরী, রিজিয়া সুলতানা, প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।










