অপারেশন রুমের সামনে থেকে ২ দালাল আটক

চমেক হাসপাতাল

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১২ সেপ্টেম্বর, ২০২৩ at ৭:০৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে দুই দালালকে আটক করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। গতকাল সোমবার বিকেলে হাসপাতালের ৩৩ নম্বর ও ৩২ নম্বর ওয়ার্ডের ভেতর অপারেশন রুমের সামনে থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন এনায়েত মোর্শেদ ও রাজীব।

চমেক হাসপাতালের ওয়ার্ড মাস্টার কামরুজ্জামান জানান, আটক দুই জনের বিরুদ্ধে পাঁচলাইশ থানায় আমি বাদী হয়ে রোগীর সঙ্গে প্রতারণার অভিযোগে মামলা করেছি। তারা হাসপাতালের সামনে বিভিন্ন ওষুধের দোকান ও ডায়াগনস্টিক সেন্টারের হয়ে দালালি করে। আটক দুইজনের নামে আগেও একই রকম অভিযোগে মামলা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধ৪৩৭ বছর পর পৃথিবীর কাছে ধূমকেতু ‘নিশিমুরা’
পরবর্তী নিবন্ধভূমিকম্পে এক গ্রামের সবাই মৃত অথবা নিখোঁজ