অপারগতা

শুকলা আচার্য্য | বৃহস্পতিবার , ২৪ জুলাই, ২০২৫ at ৪:৫৭ পূর্বাহ্ণ

বৃষ্টি পড়ে টাপুরটুপুর, মাঠ ঘাট থৈথৈ

পদ্মা পাড়ে ভিড় জমেছে, ইলিশ গেল কই?

ইলিশের কি মান হয়েছে, আবাস গেল ছাড়ি?

গভীর জলে ডুব দিয়েছে? চালাক হলো ভারী?

বোকাসোঁকা ইলিশ কিছু আটকে পড়ে জালে

তাদের নিয়ে আড়তদারে ফন্দি আঁটে হালে।

বাজার ঘুরে বেড়ায় খুঁড়ে ইলিশ প্রিয় ক্রেতা

সাধ্যসাধের হেঁচকা টানে, গুলিয়ে ওঠে মাথা।

বিক্রেতারা ঈষৎ হেঁসে করেন উপহাস

আটশর মাছ বাইশ শ এখন, শোনান ইতিহাস।

ইলিশ কি ফেলনা অতি, ছেলের হাতের মোয়া

রূপোর রঙে রূপের ইলিশ যায় না ধরা ছোঁয়া

জাতীয় মাছ জাতিই যদি না পায় তার স্বাদ

বইয়ের পাতায় থাকুক শুধু, পুরোনো প্রবাদ।

পূর্ববর্তী নিবন্ধফিরে আসা
পরবর্তী নিবন্ধআশার সুর