অপহৃত শিক্ষার্থীদের উদ্ধারে প্রাণপণ চেষ্টা চলছে : পার্বত্য উপদেষ্টা

রাঙামাটি প্রতিনিধি | রবিবার , ২০ এপ্রিল, ২০২৫ at ৬:১৮ পূর্বাহ্ণ

১৬ এপ্রিল চাকমাদের বিজু উৎসব শেষে খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম ফেরার পথে খাগড়াছড়ির গিরি ফুল এলাকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী ও গাড়ি চালক অপহরণের শিকার হন। ঘটনার তিনদিন পরও তাদের সন্ধান মেলেনি। এ বিষয়ে জানতে চাইলে সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, আমরা প্রাণপণ চেষ্টা করছি খাগড়াছড়িতে অপহৃত পাঁচ শিক্ষার্থীকে উদ্ধার করে যার যার পরিবারের কাছে ফিরিয়ে দিতে। এ বিষয়ে সেনাবাহিনী খুব ভালো একটা ভূমিকা নিয়ে কাজ করে যাচ্ছে। এছাড়া পুলিশসহ অন্যান্য বাহিনীগুলোও মিলে কাজ করছে। আশা করছি তারা সবাই সুস্থ শরীরে পরিবারের কাছে ফিরতে পারবে।

গতকাল শনিবার দুপুরে রাঙামাটির চিং হ্লা মং চৌধুরী মারী স্টেডিয়ামে মারমা জাতিগোষ্ঠীর ঐতিহ্যবাহী সাংগ্রাই উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা জানান। এক প্রশ্নের জবাবে সুপ্রদীপ চাকমা বলেন, আগে অপহৃত শিক্ষার্থীদের উদ্ধার করি। উদ্ধার করার পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধতিনদিনেও উদ্ধার হয়নি অপহৃত ৫ শিক্ষার্থী
পরবর্তী নিবন্ধস্বামী-স্ত্রী মিলে তারা যেভাবে প্রতারণা করেন