অপহৃত ব্যবসায়ীকে উদ্ধারের দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ

প্রশাসনের আশ্বাসে আজকের হরতাল প্রত্যাহার

খাগড়াছড়ি প্রতিনিধি | মঙ্গলবার , ২১ নভেম্বর, ২০২৩ at ৮:১৯ পূর্বাহ্ণ

প্রশাসনের আশ্বাসে অপহৃত ব্যবসায়ী শফিকুল ইসলাম রাসেলের মুক্তির দাবিতে খাগড়াছড়িতে ডাকা মঙ্গলবারের জেলায় সকালসন্ধ্যা হরতাল প্রত্যাহার করেছে রাসেল মুক্তি পরিষদ। রাসেল মুক্তি পরিষদের আহ্বায়ক ও খাগড়াছড়ি পৌরসভার সাবেক মেয়র মো. রফিকুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে খাগড়াছড়ি থেকে অপহৃত ব্যবসায়ী শফিকুল ইসলাম রাসেল ১২ দিনেও উদ্ধার না হওয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। গতকাল সোমবার সকালে শহরের শাপলা চত্বর থেকে বের হয়ে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ জেলা কমিটির সদস্য সচিব মাসুম রানার সভাপতিত্বে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবদুল মজিদ, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মো. নজরুল ইসলাম মাসুদ, পিসিসিপি কেন্দ্রীয় সভাপতি মো. শাহাদাৎ হোসেন কায়েশ, পিসিসিপি খাগড়াছড়ি জেলা সভাপতি সুমন আহমেদ প্রমুখ ।

সমাবেশে বক্তারা বলেন, ৯ নভেম্বর জেলার দীঘিনালার নয় মাইল এলাকায় সেগুন বাগান দেখতে গিয়ে অপহরণের শিকার হন ব্যবসায়ী। অপহরণের ১২ দিন পেরিয়ে গেলেও অপহৃত শফিকুল ইসলাম রাসেলকে উদ্ধার করতে পারেনি প্রশাসন। এর মধ্যেই শফিকুলের মোবাইল থেকে ফোন করে প্রায় দেড় লাখ টাকা মুক্তিপণ চেয়ে নিলেও তাকে মুক্তি দেয়া হয়নি। এরপর পরিবারের পক্ষ থেকে খাগড়াছড়ি সদর থানায় সাধারণ ডায়েরিও করা হয়।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম অ্যাডভোকেটস্‌ ক্লার্ক এসো’র বিজয়া পুনর্মিলনী
পরবর্তী নিবন্ধএম এ ওহাবের মতো আদর্শিক রাজনীতিবিদের আজ বড় প্রয়োজন