অপহৃত ঠিকাদার ৩৫ ঘণ্টা পর বাকলিয়ায় উদ্ধার

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ at ৫:২৯ পূর্বাহ্ণ

নগরের কোর্ট বিল্ডিং এলাকা থেকে অপহৃত ঠিকাদার মোহাম্মদ ইদ্রিসকে আহত অবস্থায় ৩৫ ঘণ্টা পর উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। এ সময় অপহরণ চক্রের একজনকেও গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগী ইদ্রিস বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বাকলিয়া এলাকা থেকে ইদ্রিসকে উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে। অপহরণের শিকার মোহাম্মদ ইদ্রিস চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের খোদ্দ গহিরা গ্রামের জুগির বাড়ির আবুল হোসেনের ছেলে। বর্তমানে তিনি নগরের বলুয়ারদিঘীর পাড় এলাকায় থাকেন। চট্টগ্রাম নগর পুলিশের দক্ষিণ বিভাগের উপকমিশনার শাকিলা সোলতানা জানান, আমরা যখন ভিকটিমের অবস্থান সনাক্ত করতে সক্ষম হই, তখন অপহরণকারীরা তাকে সড়কে ফেলে যায়। তাকে চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপহরণ চক্রের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার (আজ) বিস্তারিত জানানো হবে। জানা গেছে, গত বুধবার সকাল সাড়ে ১১টার দিকে প্যান্ট কিনে জহুর হকার্স মার্কেট থেকে বের হয়েছিলেন ইদ্রিস। এ সময় এক ব্যক্তি এসে ইদ্রিসকে কথা আছে বলে ডেকে নিয়ে যায়। এরপর থেকে তার খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনায় ওই দিন রাতেই তার পরিবার কোতোয়ালী থানায় সাধারণ ডায়েরি করেন।

পূর্ববর্তী নিবন্ধ৮ বছর পর নাফে মাছ ধরার অনুমতি
পরবর্তী নিবন্ধ১৪৪ ধারা অমান্য করে কর্মসূচি অব্যাহত রাখার সিদ্ধান্ত