রাঙামাটির কাউখালী উপজেলার একটি ইটভাটার তিন শ্রমিককে অপহরণের ৬দিন পর উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার ভোর ৫টার দিকে হাটহাজারী চৌধুরীহাট এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। গতকাল রাঙামাটি জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, গত ২৭ ডিসেম্বর গভীর রাতে চাঁদার দাবিতে পাহাড়ি সন্ত্রাসীরা অস্ত্রের মুখে রাঙামাটির কাউখালী উপজেলার কলমপতি ইউনিয়নের তারাবুনিয়া এলাকার এমএনসি ইটভাটা কোম্পানীর তিন শ্রমিক মো. জিয়াউর রহমান জিকু (২৮), মোসলেম উদ্দিন (৪২) এবং আহসান উল্লাহকে (৪৫) অপহরণ করে নিয়ে যায়। ঘটনার দুদিন পর ইটভাটার মালিক ফারুক বাদী হয়ে কাউখালী থানায় মামলা দায়ের করলে পুলিশ অপহৃতদের উদ্ধারে অভিযানে নামে।
অবশেষে ঘটনার ৬ দিন পর পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় গতকাল ভোর ৫টার দিকে ‘অপারেশন ডাবুইন্যাছড়া’ নাম দিয়ে উপজেলার কলমপতি ইউনিয়নের ডাবুইন্যাছড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা ভিকটিমদের নিয়ে পার্শ্ববর্তী কালাগাজি পাহাড় হয়ে চট্টগ্রাম জেলার হাটহাজারী এলাকার দিকে যাত্রা করে। পুলিশও অপরাধীদের ধরতে হাটহাজারী এলাকার দিকে রওনা করলে সন্ত্রাসীরা হাটহাজারীর চৌধুরীহাট এলাকার ভিকটমদের সড়েকের পাশে রেখে পালিয়ে যায়। অবশেষে পুলিশ ভিকটিমদের উদ্ধার করতে সক্ষম হয়।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পারভেজ আলী বলেন, ৩১ ডিসেম্বর রাত ১০টায় কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা লিচু বাগান এলাকা থেকে মুক্তিপণের অগ্রিম ৫ লাখ টাকা গ্রহণকালে ক্যাসং মারমা এবং উক্যওয়াই মারমা নামের দুইজন সন্ত্রাসীকে আটক করা হয়। পরে তাদের আদালতে প্রেরণ করে ১০ দিনের রিমান্ড চাওয়া হলে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে জিজ্ঞাবাদে আটককৃতদের দেয়ার তথ্যের ভিত্তিতে ‘অপারেশন ডাবুইন্যাছড়া’ পরিচালনা করে পুলিশ।
সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহমেদ, শাহনেওয়াজ রাজু, কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ রওশন আরা রব, রাঙামাটি সদরের অতিরিক্ত পুলিশ জাহিদুল ইসলাম প্রমুখ।