অপহরণের ৪ দিন পর উদ্ধার হলো বন্দর কর্মচারী জালাল

চন্দনাইশ প্রতিনিধি | বুধবার , ১৪ ডিসেম্বর, ২০২২ at ৭:১৪ পূর্বাহ্ণ

অপহরণের ৪ দিন পর উদ্ধার হলো চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কর্মচারী মো. জালাল উদ্দীন। গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে তাকে মাস্টারঘোনা-চিরিংঘাটা-ধোপাছড়ি সংযোগ সড়কের জিরোবুক ব্রিজ এলাকায় ছেড়ে দিয়ে যায় অপহরণকারীরা। পরে স্থানীয় ও স্বজনরা তাকে উদ্ধার করে। এর আগে অপহরণকারীদের দাবিকৃত মুক্তিপণ দিয়ে আসলেও কত টাকা মুক্তিপণ দেয়া হয়েছে তা জানা যায়নি। বিষয়টি নিশ্চিত করেন ধোপাছড়ি ইউপি চেয়ারম্যান মো. আবদুল আলীম।

স্থানীয় সূত্রে জানা যায়, পটিয়া পৌরসভার ৫নং ওয়ার্ড এলাকার মৃত আবদুল জলিলের ছেলে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ট্রাফিক বিভাগের সিনিয়র আউটডোর অ্যাসিসটেন্ট মো. জালাল উদ্দীন গত বৃহস্পতিবার বিকেলে চন্দনাইশ উপজেলার পাহাড়ি অঞ্চল ধোপাছড়ি ইউনিয়নের ছাপাছড়ি এলাকায় খালার বাড়িতে বেড়াতে যায়। পরদিন গত শুক্রবার দুপুরের খাবার খেয়ে বিকেল সাড়ে ৩টার দিকে ভাড়ায় চালিত মোটর সাইকেলযোগে খানহাট-ধোপাছড়ি-বান্দরবান সড়ক হয়ে চন্দনাইশের গাছবাড়িয়া আসছিলেন।

পথিমধ্যে একদল পাহাড়ি সন্ত্রাসী তাকে বহনকারী মোটর সাইকেলটি আটকায় এবং চালককে মারধর করে মো. জালাল উদ্দীনকে অপহরণ করে নিয়ে যায়।

এ ব্যাপারে গত শনিবার রাতে চন্দনাইশ থানায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়। জালাল উদ্দীন অপহরণের পর থেকে তার পরিবার ও সহকর্মীরা চরম দুশ্চিন্তাই সময় কাটালেও তাকে জীবিত ফিরে পাওয়ায় স্বস্তি ফিরে এসেছে সবার মধ্যে।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত জালাল উদ্দীনকে জবানবন্দি গ্রহণের জন্য আজ বুধবার আদালতে হাজির করা হবে। তবে কত টাকা মুক্তিপণের বিনিময়ে তাকে ছাড়া হয়েছে তা তিনি জানাতে পারেননি।

পূর্ববর্তী নিবন্ধউড়ুক্কু মরক্কো নাকি ডিপেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স?
পরবর্তী নিবন্ধআলোয় স্মরণ, আলোয় শপথ