অপহরণের ২২ ঘণ্টা পর হিল উইমেন্স ফেডারেশনের নেত্রীসহ ৩ তিনজনের মুক্তি

খাগড়াছড়ি প্রতিনিধি | সোমবার , ২৫ সেপ্টেম্বর, ২০২৩ at ৫:৪১ পূর্বাহ্ণ

খাগড়াছড়িতে অপহৃত হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য ও খাগড়াছড়ি জেলা আহ্বায়ক এন্টি চাকমা এবং দুই কলেজ শিক্ষার্থী কর্নিয়া চাকমা ও নিশা চাকমাকে অপহরণের ২২ ঘণ্টা পর মুক্তি দিয়েছে অপহরণকারীরা। গতকাল রোববার দুপুর দেড়টার দিকে অপহরণকারীরা তাদেরকে দীঘিনালার বনবিহার এলাকা থেকে মুক্তি দেয়। সন্ধ্যায় হিল উইমেন্স ফেডারেশনের সাধারণ সম্পাদক রিতা চাকমা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মুক্তির পর তারা খাগড়াছড়িতে পৌঁছেছেন বলে নিশ্চিত করেছেন হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি নীতি চাকমা। তিনি জানান, শনিবার বিকাল ৩টার সময় রাঙামাটির

সাজেকে ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্নিকন্যা প্রীতিলতার ৯১তম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভা শেষে এন্টি চাকমা ও তার সাথে যাওয়া দুই কলেজ শিক্ষার্থী একটি মাহেন্দ্র গাড়িযোগে খাগড়াছড়ি ফিরছিলেন। বিকাল সাড়ে ৩টার সময় তারা দীঘিনালার কবাখালী বাজার এলাকায় পৌঁছালে নব্যমুখোশ বাহিনীর ৬ জন সদস্য তাদেরকে অপহরণ করে দীঘিনালা বনবিহার এলাকায় নিয়ে আটকে রাখে। অপহরণ ঘটনা জানাজানি হওয়ার পর বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হলে সন্ত্রাসীরা চাপের মুখে পড়ে। পরে অপহৃতদের

অভিভাবক ও স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে এন্টি চাকমাসহ তিনজনকে ছেড়ে দিতে তারা বাধ্য হয়।

পূর্ববর্তী নিবন্ধমুক্তিপণ পেতে পিটিয়ে সেই শব্দ শোনায় অভিভাবকদের
পরবর্তী নিবন্ধকোনো একটি নীতি নিয়ে পুলকিত হওয়ার কারণ নেই : তথ্যমন্ত্রী