অপহরণের পর গৃহকর্মীকে ধর্ষণ ও মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ৪

আজাদী প্রতিবেদন | সোমবার , ১২ এপ্রিল, ২০২১ at ৬:৩২ পূর্বাহ্ণ

নগরীর আকবর শাহ থানা এলাকায় অপহরণের পর ১৬ বছরের এক গৃহকর্মীকে ধর্ষণ ও ভয় দেখিয়ে মুক্তিপণ দাবির অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ। তারা হলেন- কালু মিয়া প্রকাশ রাজু (১৯), মো. সোহেল মিয়া (১৯), মো. দুলাল বাবুর্চি (৩৭) ও মো. তারেক আকবর (১৯)। গত ১০ এপ্রিল সন্ধ্যা থেকে রাতভর আকবর শাহ থানাধীন মীর আউলিয়া মাজারের পাহাড় ও শাপলা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে এ চারজনকে গ্রেপ্তারের পাশাপাশি ওই গৃহকর্মীকে উদ্ধার করে পুলিশ। তবে তাদের আরো চার সঙ্গী এখনো পলাতক আছে। এ ঘটনায় অপহৃত গৃহকর্মী বাদি হয়ে আসামিদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। কোতোয়ালী থানার ওসি নেজাম উদ্দীন এসব তথ্য নিশ্চিত করেন।
মামলা সূত্রে জানা গেছে, ওই গৃহকর্মী নগরীর রহমতগঞ্জের একটি বাসায় কাজ করে। গত শুক্রবার বেলা ১২টার দিকে সে কাজ শেষ করে রহমতগঞ্জ রোডের উপর আসা মাত্রই এক সপ্তাহের পরিচয়ের প্রেমিক কালু মিয়া ও কালুর চাচাত ভাই মো. সোহেল মিয়ার (১৯) সঙ্গে দেখা হয়ে যায়।
পাহাড়ে বেড়াতে যেতে বললে সে রাজি হয় নি। পরে একটি সিএনজি টেঙিতে তুলে একটি পাহাড়ে অপহরণ করে নিয়ে যায়। সেখানে কালু মিয়া ওই গৃহকর্মীর সঙ্গে নির্জন স্থানে ধস্তাধস্তি করে। হঠাৎ দেখতে পায়, একজন তাদের মোবাইলে ভিডিও করছেন। তাদের ভয়ভীতি দেখিয়ে সবাই মিলে শাপলা আবাসিক মডেল পল্লীর নবাব মিয়ার বাড়িতে একটি রুমে আটকে রাখে তাকে। তার কাছ থেকে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। আসামিরা গৃহকর্মীর বোন ও ভাইয়ের মোবাইলে ফোন করে মুক্তিপণের টাকা দাবি করে। গত শুক্রবার রাতে কালু মিয়া গৃহকর্মীকে ধর্ষণ করে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন আরো জানান, এ চক্রের সদস্যরা সরল প্রকৃতির মেয়েদের টার্গেট করে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। পরবর্তীতে প্রেমের সম্পর্কের টানে পাহাড়ে নিয়ে চক্রটি ভিডিও ধারণ করে। চক্রটি দলবদ্ধভাবে প্রেমিকা ও কথিত প্রেমিককে রুমে আটক করে রাখে। এখানে সেই প্রেমিকও জড়িত থাকে।

পূর্ববর্তী নিবন্ধভোজ্যতেলে অগ্রিম কর প্রত্যাহার
পরবর্তী নিবন্ধমামুনুলের আরেক ‘স্ত্রীর’ সন্ধান চেয়ে ভাইয়ের জিডি