টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প এলাকায় সাইফুল ইসলাম (৩২) নামে এক স্থানীয় নাগরিককে অপহরণের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল সোমবার দুপুরে উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার-১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি মো. তারিকুল ইসলাম। গ্রেপ্তারকৃতরা হলেন ক্যাম্পের এইচ-ব্লকের আলী জোহরের ছেলে নুরুল ইসলাম (২২) এবং ও ব্লকের জালাল আহমদের ছেলে মো. জোবায়ের (২৫)।
এসপি তারিকুল বলেন, ইউনিয়নের মোচনী পাড়ার মমতাজ মিয়ার ছেলে সাইফুল ইসলাম। গত ২৩ ফেব্রুয়ারি দুপুরে একদল দুর্বৃত্ত তাকে অপহরণ করে নিয়ে যায়। খবর পেয়ে এপিবিএন সদস্যরা তাৎক্ষণিক উদ্ধার অভিযান শুরু করে।
অভিযানের মুখে সাইফুলকে ক্যাম্প সংলগ্ন পাহাড়ি এলাকায় রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
তিনি আরো বলেন, গ্রেপ্তার দুই অপহরণকারী চিহ্নিত সন্ত্রাসী। তারা রোহিঙ্গা সন্ত্রাসী দল পুতিয়া গ্রুপের সদস্য। নানা অভিযোগে তাদের বিরুদ্ধে টেকনাফ থানায় একাধিক মামলা রয়েছে।