অপসংস্কৃতির বিরুদ্ধে সংগ্রামের আহ্বান

সিপিবি সংস্কৃতি শাখা, চট্টগ্রামের সম্মেলন

| রবিবার , ২৬ ডিসেম্বর, ২০২১ at ৫:১৫ পূর্বাহ্ণ

সিপিবি সংস্কৃতি শাখা, চট্টগ্রাম জেলার সম্মেলন গতকাল শনিবার অধ্যাপিকা শীলা দাশগুপ্তের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সম্মেলনে সিপিবি, চট্টগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক অশোক সাহা ও সম্পাদক মণ্ডলীর সদস্য উত্তম চৌধুরী উপস্থিত ছিলেন। সম্পাদকীয় রিপোর্ট পেশ করেন ডা. চন্দন দাশ।
সম্মেলনে ডা. চন্দন দাশকে সম্পাদক এবং ভাস্কর দাশকে সহকারী সম্পাদক নির্বাচিত করা হয়। সম্মেলনে বক্তারা বলেন, আমাদের দেশে দেশে, গ্রামে গঞ্জে, বিভিন্ন ভাষায় বিকশিত সংস্কৃতির যে ভাণ্ডার রয়েছে তার প্রত্যেকটিই এদেশের শ্রমজীবী মেহনতি মানুষের সৃষ্ট। আমাদের সাংস্কৃতিক সংগ্রামও এসব শ্রমজীবী মানুষদের নিয়ে। শ্রমজীবী মানুষের মুক্তির মাঝেই সংস্কৃতির বিকাশ নিহিত। বর্তমানে রাজনীতি ও সমাজকে যে অপসংস্কৃতি গ্রাস করছে, তার বিরুদ্ধে সকল মেহনতী মানুষের সাথে নিয়ে লড়াই গড়ে তুলতে হবে। বাংলার পলিবিধৌত মাটিতেই নিহিত আছে লড়াইয়ের সর্বোচ্চ প্রেরণা, বিজয়ের মন্ত্রণা। শোষণমুক্ত, বৈষম্যহীন হাসি-গানে মুখরিত বাংলাদেশই আমাদের স্বপ্ন-যেখানে মানুষ তার আপন মর্যাদায় বাঁচবে, মাথা তুলে দাঁড়াবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ায় দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তদের আর্থিক সহায়তা
পরবর্তী নিবন্ধবাণীগ্রামে মুক্তিযুদ্ধের বিজয় মেলা উদ্বোধন