অপশক্তির বিরুদ্ধে উত্তর জেলা আওয়ামী লীগ সজাগ রয়েছে

কার্যনির্বাহী কমিটির সভায় এম এ সালাম

আজাদী প্রতিবেদন | রবিবার , ৩১ জুলাই, ২০২২ at ৬:০৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম বলেছেন, বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে দেশ অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে। কিন্তু স্বাধীনতা ও দেশ বিরোধী একটি চক্র তা মেনে নিতে পারছে না। তারা বিভিন্ন বিভ্রান্তি ছড়িয়ে দেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে ষড়যন্ত্র করে যাচ্ছে। এ অপশক্তির ব্যাপারে উত্তর জেলা আওয়ামী লীগ সর্বদা সজাগ রয়েছে।
গতকাল শনিবার চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। দোস্ত বিল্ডিং কার্যালয়ে আয়োজিত সভায় সাংগঠনিক রিপোর্ট পেশ করেন সাধারণ সম্পাদক শেখ মো. আতাউর রহমান। এতে সাংগঠনিক বিভিন্ন বিষয়ের উপর বক্তব্য রাখেন সহসভাপতি অধ্যাপক মো. মঈনুদ্দিন, এড. ফখরুদ্দিন চৌধুরী, মো. আবুল কালাম আজাদ, এ টি এম পেয়রুল ইসলাম, মহিউদ্দিন রাশেদ, আফতাব উদ্দিন চৌধুরী, স্বজন কুমার তালুকদার, আবুল কাশেম চিশতি, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আনোয়ার চৌধুরী বাহার, দেবাশীষ পালিত, জসিম উদ্দিন শাহ, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম তালুকদার, সম্পাদক মন্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মো. হারুন, মোহসীন জাহাঙ্গীর, জাফর আহমেদ, নাজিম উদ্দিন তালুকদার, ইঞ্জিনিয়ার মেজবাহ উল আলম লাভলু, আবু তালেব, আফতাব খান অমি, আ স ম ইয়াছিন মাহমুদ, কার্যনির্বাহী সদস্য দিদারুল আলম বাবুল, মো. ইদ্রিস, সরোয়ার হাসান জামিল, ফোরকান উদ্দিন আহমেদ, মো. সেলিম উদ্দিন, রুস্তম আলী, মো. ইসমাইল, আখতার হোসেন খান, মহিউদ্দিন আহমেদ মঞ্জু, গোলাম রব্বানী, সাহেদ সরোয়ার শামীম, আবদুল হালিম, হাসিবুন সুহাদ চৌধুরী সাকিব, আখতার উদ্দিন মাহমুদ পারভেজ, মনজুর মোর্শেদ ফিরোজ প্রমুখ। সভায় শোকের মাস আগস্টে সারা মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালীতে চার বেকারিকে জরিমানা একটি সিলগালা
পরবর্তী নিবন্ধঅস্ট্রেলিয়ায় বহুজাতিক আদিবাসী পদক পেলেন অজয় দাশগুপ্ত