অপশক্তির বিরুদ্ধে আ’লা হযরত সত্যের কলম ধরেছিলেন

আলমগীর খানেকাহে বক্তারা

| বৃহস্পতিবার , ১৫ অক্টোবর, ২০২০ at ৯:৩৯ পূর্বাহ্ণ

ইমাম আহমদ রেযা খান ফাযেলে বেরলভী (রহ.) এর ১০২ তম ওফাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত ওরশে আ’লা হযরতে বক্তারা বলেন, শত বছর আগে ভারতবর্ষসহ বিশ্বের যে কোন প্রান্তে ইসলাম বিদ্বেষী ও বিকৃতকারীদের বিরুদ্ধে আ’লা হযরত কুরআন সুন্নাহর আলোকে সত্য ও ন্যায়ের পক্ষে কলম ধরেছিলেন। হাদায়েক্বে বখ্‌িশশ পাঠক ফোরামের ব্যবস্থাপনায় গতকাল বুধবার ষোলশহরস্থ আলমগীর খানকাহ্‌ শরীফে বক্তারা এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন প্রভাষক হাফেজ মুহাম্মদ আনিসুজ্জামান আলকাদেরী। প্রধান অতিথি ছিলেন আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র সহ সভাপতি মুহাম্মদ মহসীন। উদ্বোধনী বক্তব্য দেন, আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের জেনারেল সেক্রেটারী মুহাম্মদ আনোয়ার হোসেন। প্রধান আলোচক ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদরাসার অধ্যক্ষ মুফতি সৈয়দ মুহাম্মদ অসিয়র রহমান আলকাদেরী। বিশেষ অতিথি ও আলোচক ছিলেন আন্‌জুমান রিচার্স সেন্টারের মহাপরিচালক এম এ মান্নান, হাফেজ মুহাম্মদ সোলাইমান আনছারী, প্রধান ফকিহ আল্লামা মুফতি আব্দুল ওয়াজেদ, উপাধ্যক্ষ মাওলানা ড. আ ত ম লিয়াকত আলী, আশরাফুজ্জামান আলকাদেরী, অ্যাডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার, আবুল আসাদ মুহাম্মদ জোবাইর রজভী, অধ্যাপক মুরশেদুল হক, অধ্যক্ষ ড. সরওয়ার উদ্দীন, ড. আব্দুল হালিম, ইলিয়াছ আলকাদেরী, মাওলানা করিম উদ্দিন নূরী, জালাল উদ্দিন আযহারী, মাওলানা হাফেজ ওসমান গণি আলকাদেরী, মাওলানা আব্দুল মালেক, মাওলানা ইউনুচ রেজভী, আল্লামা আব্দুল গফুর খাঁন, মাওলানা ড. আল্লামা জিয়াউল হক রেজভী, মাওলানা হামেদ রেযা নঈমী, মাওলানা সাইফুদ্দীন খালেদ আযহারী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধউত্তর রাঙ্গুনিয়া ডিগ্রি কলেজে বঙ্গবন্ধুর প্রতিকৃতি উন্মোচন
পরবর্তী নিবন্ধকমিউনিটি এন্টারপ্রেনার অ্যাওয়ার্ড পেলেন মিশিগানের ব্যবসায়ী গিয়াস তালুকদার