অপর্ণাচরণ সিটি কর্পোরেশন বালিকা কলেজের সাংস্কৃতিক সপ্তাহের উদ্বোধন

| বুধবার , ২৮ জানুয়ারি, ২০২৬ at ১০:৫৭ পূর্বাহ্ণ

নগরীর অপর্ণাচরণ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সচিব আশরাফুল আমিন, বিশেষ অতিথি ছিলেন শিক্ষা কর্মকর্তা নাজমা বিনতে আমিন, সাবেক কাউন্সিলর অবদুল মালেক, গভর্নিং বডির সদস্য মোহাম্মদ আলী মিটু, ইঞ্জিনিয়ার প্রবাল রক্ষিত, সম্মানিত অতিথি ছিলেন চসিক মিউনিসিপ্যাল মডেল হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. সাহেদুল কবির চৌধুরী, কৃষ্ণকুমারী সি/ক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তমিজ উদ্দিন, সহকারী প্রধান শিক্ষক নিকাশ ধর, লুৎফুননেছা খানম, অপর্ণাচরণ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী প্রধান শিক্ষক মো. গোলাম হাক্কানী শিক্ষক প্রতিনিধি মাওলানা মোহাম্মদ নিজাম উদ্দীন আনোয়ারী ও নিগার সুলতানা। প্রভাষক পূরবী চক্রবর্তী ও সিনিয়র শিক্ষক গৌরী দাসের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ আবু তালেব বেলাল। ধন্যবাদ জ্ঞাপন করেন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আহবায়ক দীপন কান্তি চৌধুরী।

পরে প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ শান্তির পায়রা কবুতর উড়িয়ে ও মশাল জ্বালিয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবৌদ্ধ যুব পরিষদ ও অনিরূদ্ধ ট্রাস্টের শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধএবারের নির্বাচন ১৭ বছরের ভোটের মতো নয় : হুমাম কাদের