অপর্ণাচরণ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ে এইচএসসি বিদায় সংবর্ধনা

| শনিবার , ১৫ জুন, ২০২৪ at ৮:২৫ পূর্বাহ্ণ

চসিক ভারপ্রাপ্ত মেয়র আফরোজা জহুর বলেছেন, আমাদের সমাজের নানা কুসংস্কার এবং পশ্চাদপদ মানসিকতার কারণে নারীরা এক সময় শিক্ষার অধিকার থেকে বঞ্চিত ছিল। নারীরাও যে দেশের সম্পদ এ উপলব্ধি দিন দিন বাড়ছে। নারী সমাজকে গুণগত শিক্ষা দিয়ে জনসম্পদে পরিণত করে সার্বিক উন্নয়ন কর্মকান্ডে অংশগ্রহণের নানা পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। যার মাধ্যমে নারীর ক্ষমতায়ন আজ সম্ভব হয়েছে। তিনি গত বুধবার অপর্ণাচরণ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের এইচ.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। বিদ্যালয় ও কলেজের গভর্ণিং বডির সদস্য কাউন্সিলর সলিম উল্লাহ বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চসিক প্রধান শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ড কাউন্সিলর আবদুস সালাম মাসুম, কাউন্সিলর নিলু নাগ, শিক্ষা কর্মকর্তা মোছাম্মৎ রাশেদা আকতার। স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ মোহাম্মদ আবু তালেব বেলাল। ভারপ্রাপ্ত মেয়র আরো বলেন, শিক্ষার আলোকে সমাজকে আলোকিত করে সকল সমস্যা সমাধানে নারীদের একসাথে কাজ করতে হবে। তিনি এ লক্ষ্যে শিক্ষকশিক্ষিকাসহ অভিভাবকদের আন্তরিক হওয়ার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমানবকল্যাণ ফোরামের কৃতী শিক্ষার্থী সংবর্ধনা
পরবর্তী নিবন্ধকাউন্সিলর ওয়াসিমের উদ্যোগ হাফেজ শিক্ষার্থীদের মাঝে জুব্বা ও খাবার বিতরণ