অপর্ণাচরণ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ শুরু হয়েছে। এ উপলক্ষে গত মঙ্গলবার আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে চসিক প্রধান শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম প্রধান অতিথির বক্তব্যে বলেন, পাঠ্যপুস্তকের পাশাপাশি শিক্ষার্থীদের অবশ্যই কো–কারিকুলাম অ্যাক্টিভিটিস চর্চা করতে হবে। কারণ এটি তরুণদের মানস গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি বলেন, খেলাধূলা শরীর ও মনকে সুস্থ রাখার অন্যতম মাধ্যম। ডিজিটাল যুগের প্রজন্ম প্রয়োজনে অপ্রয়োজনে স্মার্ট ফোনে আসক্ত হয়ে মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়ছে। এর থেকে তাদের উদ্ধার করতে হলে খেলাধূলা ও সাংস্কৃতিক কার্যক্রমে উদ্বুদ্ধ করতে হবে। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ আবু তালেব বেলালের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চসিক শিক্ষা কর্মকর্তা মোছাম্মৎ রাশেদা আক্তার। স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ গোলাম হক্কানি। উপস্থিত ছিলেন সাহিদা আক্তার, নেজাম উদ্দিন আনোয়ারী ও রেহান উদ্দিন। গৌরি দাশ, সুতাপা চৌধুরী ও সুদীপ্তা বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় জাতীয় সঙ্গীত ও উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন শিক্ষার্থীরা। পরে অতিথিবৃন্দ বেলুন ও মশাল জ্বালিয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ উদ্বোধন করেন। প্রেস বিজ্ঞপ্তি।