অপর্ণাচরণ চসিক স্কুল এন্ড কলেজে এসএসসি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

| শনিবার , ২ আগস্ট, ২০২৫ at ১১:১৩ পূর্বাহ্ণ

নগরীর নন্দনকাননস্থ অপর্ণাচরণ সিটি কর্পোরেশন হাই স্কুল এন্ড কলেজে এসএসি ২০২৫ কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও ডিজিটাল হাজিরার উদ্বোধনী অনুষ্ঠান গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র ডাঃ শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রাম দেশের সেরা সিটি কর্পোরেশনসমূহের মধ্যে সেরা হওয়ার যে গৌরব অর্জন করেছে তার কৃতিত্ব নগরবাসীর। তবে এ ধারা অব্যাহত রাখতে হলে নগরবাসীকে আরো সচেতন ও দায়িত্বশীল হতে হবে। নালা নর্দমা ও খালে ময়লা আবর্জনা ফেলা বন্ধ করতে হবে। বৃষ্টির পানি ও অবর্জনার স্তূপ থেকে এডিশ মশার জন্ম হচ্ছ যার ফলে ডেঙ্গু ও চিকনগুনিয়ার প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। নগর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পাশাপাশি সিটি কর্পোরেশনের অগ্রাধিকার কর্মসুচির মধ্যে আছে শিক্ষা ও স্বাস্থ্য খাত।

চসিক প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনায় বিশেষ অতিথি ছিলেন ২২নং এনায়েত বাজার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবদুল মালেক, গভর্নিং বডির সদস্য ইঞ্জিনিয়ার প্রবাল রক্ষিত, সিটি করপোরেশন কায়সার নিলুফার কলেজের অধ্যক্ষ শেখ মোহাম্মদ ওমর ফারুক, মিউনিসিপ্যাল মডেল স্কুল ও কলেজের অধ্যক্ষ সাহেদুল কবির চৌধুরী, চসিক স্কুল শিক্ষক সমিতির সভাপতি আকতার হোসেন। স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ মোহাম্মদ আবু তালেব বেলাল। বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক গোলাম হক্কানি, অধ্যাপক পুরবী চক্রবর্তী, নিজাম উদ্দিন আনোয়ারী। অনুষ্ঠান সঞ্চালনা করেন গৌরী দাস, সঙ্গীতা ব্যানার্জি। অনুষ্ঠানের শুরুতে মেয়রকে সেরা সিটি করপোরেশনের স্বীকৃতি অর্জন করায় কলেজের পক্ষ থেকে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেয়া হয়। পরে মেয়র ১২২ জন জিপিএ৫ সহ ৪৬১ জনের হাতে ক্রেস্ট ও গিফট তুলে দিয়ে সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানের শুরুতে মেয়র নিজের কার্ড পাঞ্চ করে ডিজিটাল হাজিরা উদ্বোধন করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রগতিশীল নাগরিক সমাজের আলোচনা সভা
পরবর্তী নিবন্ধজুলাই যুদ্ধে নিহত শহীদদের স্মরণে পেকুয়ায় জামায়াতের গণমিছিল