অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, চসিক প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা, সাবেক কাউন্সিলর আবদুল মালেক ও ইঞ্জিনিয়ার প্রবাল রক্ষিত। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ আবু তালেবের (বেলাল) সভাপতিত্বে ও সহকারী শিক্ষক বিজয় লক্ষ্মী ও সঙ্গীতা ব্যানার্জীর সঞ্চালনায় অনুষ্ঠিত বিদায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক সাহিদা আক্তার।
বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক গোলাম হাক্কানী, নিজাম উদ্দিন আনোয়ারি। অনুষ্ঠানে অপণ্যাচরণের ২০২২ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ–৫ পাওয়া শিক্ষার্থী সপ্তর্ষী দে সম্প্রতি চুয়েট ভর্তি পরীক্ষায় স্থাপত্য প্রকৌশলে প্রথম স্থান অধিকার করায় সম্মাননা প্রদান করা হয়। এছাড়া মডেল টেস্টে সর্বোচ্চ নম্বরধারী ১২জন শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান করা হয়। বিদায় অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষে মানপত্র পাঠ করেন সাফিয়া। পরীক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন, সুস্মিতা চৌধুরী, ঋগ্ধি নাথ, নাজিফা। প্রেস বিজ্ঞপ্তি।