কী অপরূপ রূপে সেজে
হেমন্ত কাল আসে,
শিশির নোলক পরে হাসে
ভোরের সবুজ ঘাসে।
স্বপ্নে বিভোর কৃষাণির চোখ
মাঠের পাকা ধানে,
কৃষক হারায় আনন্দে তাই
পল্লিগীতির গানে।
গ্রামে গ্রামে নবান্নের সুখ
আসবে সবার ঘরে,
পিঠা পায়েস ফিরনি দিয়ে
পড়শির হৃদয় ভরে।
শিশিরসিক্ত শিউলি ফুলের
মাতাল করা ঘ্রাণে,
আশোক ছাতিম ফুলের ছায়ে
পাখির গান যে টানে।