জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী আঁখি আলমগীর। কিছুদিন আগে ‘মখমল’ নামে একটি ফ্যাশন হাউজ চালু করেছেন তিনি। এ হাউজের শাড়ির ডিজাইন আঁখি আলমগীর নিজেই করেন। এবার তার ডিজাইন করা শাড়ি পরে ক্যামেরাবন্দি হলেন জনপ্রিয় মডেল-অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ।
পূজা উপলক্ষে আঁখি আলমগীর নতুন ডিজাইনের শাড়ি নিয়ে এসেছেন। সাদিয়া ইসলাম মৌয়ের পরনের শাড়িতে রাজশাহী সিল্কের রঙিন সুতার কাজ করেছেন ডিজাইনাররা। এ শাড়িতে দারুণ মানিয়েছে মৌকে। ভূয়সী প্রশংসা করছেন নেটিজেনরা।
আঁখি আলমগীর বলেন, আপনারা জানেন, আমি বরাবরই ফ্যাশন সচেতন একজন মানুষ।