অপরূপ বাংলা

মেহুল পাল | বুধবার , ২৯ সেপ্টেম্বর, ২০২১ at ৫:১২ পূর্বাহ্ণ

(৩২,২১৮)

আমাদের এই দেশ
ছবির মতো লাগে,
সবুজ ভরা দেশটিকে তাই
বাসি ভালো আগে।

ভরিয়ে দেয় আমাদের মন
মাঝির ভাটিয়ালি গান,
হরেক রকম পাখির ডাক
মধুর যে সেই টান।

গাছ-গাছালি পাখ-পাখালি
ভরা সোনার এই দেশ,
নানান ঋতু, নানান ফল
খেতে লাগে বেশ।

ধন্য আমি এই দেশেতে জন্মগ্রহণ করে,
ভালোবাসি দেশটাকে তাই মন-প্রাণ ভরে।

পূর্ববর্তী নিবন্ধচবিতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হল উদ্বোধন
পরবর্তী নিবন্ধশরতে