অপরূপ প্রকৃতি শারমিন নাহার ঝর্ণা | বুধবার , ২১ মে, ২০২৫ at ৮:১০ পূর্বাহ্ণ সকাল বেলা সূর্যমামা মৃদু মিষ্টি হাসে, মিষ্টি হাসির পরশ লাগে সবুজ সবুজ ঘাসে। কিচিরমিচির করে পাখি মধুর সুরে সুরে, সবুজ সবুজ ঘেরা গ্রামটি দেখা যায় যে দূরে। অপরূপ প্রকৃতি দেখে মন হয়ে যায় ভালো, মনের আঁধার দূর হয়ে যায় দেখলে চাঁদের আলো।