অপরিষ্কার পরিবেশে চানাচুর ও চিপস উৎপাদন, চট্টগ্রামে অভিযানে ধরা

সাতকানিয়া প্রতিনিধি

| সোমবার , ৮ ডিসেম্বর, ২০২৫ at ৩:৫২ অপরাহ্ণ

চট্টগ্রামের সাতকানিয়ায় মানহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর, চিপস, মুড়ির মোয়াসহ বিভিন্ন শিশু খাদ্য উৎপাদনের অভিযোগে রফিক চানাচুর নামে একটি কারখানায় অভিযান পরিচালনা করে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

আজ সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে উপজেলায় কেঁওচিয়া ইউনিয়নের দস্তিদার হাটে উক্ত অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের মাধ্যমে উপজেলা প্রশাসন খবর পান যে, কেঁওচিয়া ইউনিয়নের দস্তিদার হাটের রফিক চানাচুর নামে একটি কারখানায় মানহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর, চিপস, মুড়ির মোয়াসহ বিভিন্ন শিশু খাদ্যে উৎপাদন করছে।

আজ সোমবার উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে কারখানাটিতে স্বাস্থ্যসম্মত পরিবেশের অভাব, অপরিষ্কার কাঁচামাল ব্যবহার এবং মান নিয়ন্ত্রণ ছাড়াই বাজারে পণ্য সরবরাহ করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় মালিককে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়।

উক্ত অভিযানে সহযোগিতা করেন বাংলাদেশ সেনাবাহিনী ও স্যানেটারি ইন্সপেক্টর।

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান অভিযানে ২ লক্ষ টাকা জরিমানা করার বিষয়টি নিশ্চিত করে জানান, জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধ‌‌‌‌‌‌‌‌’এমন মানুষের সাথে সংসার করার চাইতে মরা ভাল”
পরবর্তী নিবন্ধআনোয়ারায় হাসপাতালে চোরের হানা, নিয়ে গেল গুরুত্বপূর্ণ সরঞ্জাম