অপরিকল্পিত রেজিস্ট্রেশন বন্ধসহ ৭ দফা দাবি বাস্তবায়ন দাবি

অটোটেম্পু শ্রমিক ইউনিয়নের সমাবেশ

| বুধবার , ১২ জানুয়ারি, ২০২২ at ১০:২২ পূর্বাহ্ণ

অটোডাবল সিস্টেম জরিমানা বাতিল করে সহনীয় পর্যায়ে জরিমানা করা, ২০১৩ সালের সিদ্ধান্ত মোতাবেক বেকার শ্রমিকদের কর্মসংস্থানের লক্ষ্যে নগরীতে ৪ হাজার নতুন সিএনজি অটোরিকশার রেজিষ্ট্রেশন প্রদানসহ ৭ দফা দাবিতে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেছে চট্টগ্রাম অটোরিকশা-অটোটেম্পু শ্রমিক ইউনিয়ন।
স্মারকলিপি প্রদান উপলক্ষে আয়োজিত এক সমাবেশ পুরাতন রেলওয়ে স্টেশন চত্তরে ইউনিয়নের সভাপতি হাজী কামাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হারুনুর রশীদের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন পূর্বাঞ্চলের সভপতি মৃনাল চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন আঞ্চলিক কমিটি সাধারণ সম্পাদক অলি আহমদ। প্রধান বক্তা ছিলেন ইউনিয়নের আইন উপদেষ্টা অ্যাডভোকেট ভুলন লাল ভৌমিক। বক্তব্য রাখেন শামসুল ইসলাম আরজু, মোহাম্মদ বিপ্লব, মো. সোলায়মান, জসিম উদ্দিন, রফিকুল ইসলাম, সিরাজুল ইসলাম, মো. আলম, কামাল ভান্ডারী, মো. হাসান মোল্লা, মো. মনির, রুবেল প্রমুখ।
প্রধান অতিথি বলেন, নগরীর জনসংখ্যার তুলনায় সিএনজি অটোরিকশা খুবই কম। অন্যদিকে অটোরিকশা শ্রমিকের সংখ্যা অনেক বেশী। নতুন ৪হাজার গাড়ি রেজিষ্ট্রেশন দিলে একদিকে বেকারত্ব দূর হবে অন্যদিকে যাত্রীসেবা নিশ্চিত হবে। তিনি বলেন, অটোডাবল সিস্টেম জরিমানার ফলে চালকরা আজ নি:স্ব। একটি মামলার জরিমানা দিতে গিয়ে শ্রমিকদের একমাসের ইনকাম চলে যায়। তিনি অবিলম্বে মামলা বন্ধসহ ইউনিয়নের ৭ দফা দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। বক্তারা বলেন,প্রধানমন্ত্রীর সুদৃষ্টি থাকলে দেশের শ্রমজীবি মানুষ গুলো সম্পদে পরিণত হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইউএসটিসিতে তিন দিনব্যাপী এডমিশন ফেয়ার শুরু
পরবর্তী নিবন্ধকরোনা সংক্রমণ এড়াতে টিকার বিকল্প নেই