অপরিকল্পিত বালু তোলা বন্ধ করতে হবে

রাঙ্গুনিয়ায় হুম্মাম কাদের

রাঙ্গুনিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৬ ডিসেম্বর, ২০২৪ at ৮:২০ পূর্বাহ্ণ

বিএনপির নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী বলেছেন, বর্তমান সরকার বারবার বলে আসছে বালু ব্যবসা অবৈধ। যারা বৈধ ব্যবসা করছে তাদেরও করতে দেয়া হচ্ছে না। কারণ সন্ত্রাসী যারা আছে, যারা বালু ব্যবসাকে দখল করে নিয়ে চাঁদাবাজি সন্ত্রাসী করে কোটি কোটি টাকা কামানোর চেষ্টা করছেএদের কারণে রাঙ্গুনিয়ায় আর বালু ব্যবসা সম্ভব না। নদী থেকে অপরিকল্পিতভাবে বালু তোলার কারণে ভেঙে যাচ্ছে ঘরবাড়ি। পানিতে তলিয়ে যাচ্ছে গ্রামের পর গ্রাম। লোভের কারণে যারা রাজনীতিতে জড়িত তারা বালু ব্যবসা বন্ধ করে না। এটার পেছনে কোটি টাকার ব্যবসা আছে। আপনারা সিদ্ধান্ত নেন গ্রাম বাঁচানো বেশি জরুরি নাকি টাকা কামানো।

গতকাল বুধবার বিকেলে রাঙ্গুনিয়ার সরফভাটা ইউনিয়নে খুন হওয়া প্রবাসী সেকান্দর মামুনের কবর জিয়ারত শেষে বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, বালুর ব্যবসার কারণে প্রতিদিন কোনো না কোনো পরিবারের সদস্যদের ওপর হামলা হচ্ছে। থানায় আদালতে শত শত মামলা হচ্ছে বালু নিয়ে। সামনের বছরে বালু ব্যবসা পুরোপুরি অবৈধ হয়েও যেতে পারে।

সেকান্দর মামুনের হত্যার বিচার প্রসঙ্গে হুম্মাম চৌধুরী বলেন, প্রয়াত মামুনের ছোট ছোট দুটো মেয়ে, তাদের বাবা নেই। আমারও বাবা নেই, তাদের অবস্থা ও আমার অবস্থা একই। অপেক্ষায় আছি আমার বাবার হত্যার বিচার কখন হবে। ছোট শিশুদের কাছে গিয়ে ওয়াদা করেছি, তাদের বাবার হত্যার বিচার আগেই হবে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য জাহাঙ্গীর আলম, উত্তর জেলা যুবদল সিনিয়র সহসভাপতি ইউসুফ চৌধুরী, রাঙ্গুনিয়া পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন, সরফভাটা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি রফিক উদ্দিন, ইউনিয়ন বিএনপি নেতা মো. আবছার, সৈয়দ নুর, রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী, উত্তর জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আনছুর উদ্দিন প্রমুখ।

জানা যায়, সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের মধ্যে সংঘর্ষের জের ধরে ১ ডিসেম্বর রাতে সালিশ বৈঠকে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে দেশীয় অস্ত্রের আঘাতে মামুন আহত হন এবং পরে মারা যান। নিহত মামুন ঘটনার এক মাস আগে সৌদি আরব থেকে দেশে এসেছিলেন। পরে থানায় হত্যা মামলা দায়ের হলে দুজন গ্রেফতার হয়।

পূর্ববর্তী নিবন্ধমেয়রের সাথে বন্দর মেরিন কন্ট্রাক্টর পাহারাদার কল্যাণ সমিতির সাক্ষাৎ
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় পৃথক দুই সড়ক দুর্ঘটনা, নারীসহ আহত ৬