হাটহাজারীতে নির্মাণাধীন একটি পাকা ভবনের একাংশ মাটির নীচে দেবে গেছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার ১০নং উত্তর মাদার্শা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের রামদাস মুন্সিরহাট সংলগ্ন হালদা নদীর বেড়ি বাঁধের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে। অপরিকল্পিতভাবে ভবন নির্মাণের ফলে এই অবস্থা হয়েছে বলে জানা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ১০নং উত্তর মাদার্শা ইউনিয়নের ৭নং ওয়ার্ডে প্রবাসী জনৈক মো. আজম উক্ত স্থানে একটি পাকা ভবন নির্মাণ কাজ শুরু করেন। গত বছর প্রায় ২০ ফুট গভীর খাদের পাশে কোনো রকম পরিকল্পনা ছাড়া জায়গা ক্রয় করে বাড়ি নির্মাণ কাজ শুরু করেন। বাড়ি নির্মাণ কাজ এখনো চলমান। এ পর্যন্ত ভবন নির্মাণে প্রায় ৬০ লাখ টাকা ব্যয় হয়। অপরিকল্পিতভাবে কাজ করার ফলে গতকাল ভোরে বিকট শব্দে এই বাড়িটি খাদের মধ্য পশ্চিমাংশের ১ম তলা মাটির নীচে দেবে যায়। এ ব্যাপারে নির্মাণাধীন ভবন মালিকের শ্বশুর যিনি এই কাজ তদারকি করছেন তিনি প্রথমে বিষয়টি অস্বীকার করেন। পরে অবশ্য স্বীকার করে ভূমিকম্পের কারণে দেবে গেছে বলে জানান।