অপরাধ দমনে বসছে কৃত্রিম বুদ্ধিমত্তার ক্যামেরা

সীতাকুণ্ডের মহাসড়ক অংশ

সীতাকুণ্ড প্রতিনিধি | রবিবার , ৩ ডিসেম্বর, ২০২৩ at ৬:৫২ পূর্বাহ্ণ

অপরাধ দমনে ঢাকাচট্টগ্রাম মহাসড়কে সীতাকুণ্ড উপজেলায় সিসিটিভি ক্যামেরা বসানোর কাজ শুরু হয়েছে। এরমধ্যে বেশকিছু ক্যামেরা কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন। এর ফলে উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ১৫২ কোটি ৫৬ লাখ টাকা ব্যায়ে ঢাকাচট্টগ্রাম মহাসড়কে চুরি, ডাকাতি, নাশকতা, চাঁদাবাজি, ইভটিজিং ও সকল প্রকার অপ্রীতিকর কর্মকাণ্ড রোধ করতে ও বিভিন্ন অপরাধ দমনে ক্লোজড সার্কিট ক্যামেরা (সিসিটিভি) বসানোর কাজ শুরু হয়েছে। এরই অংশ হিসেবে গত বছরের ২৩ জুন হাইওয়ে পুলিশের সক্ষমতা বৃদ্ধি প্রকল্পের আওতায় মহাসড়কে সিসিটিভি ক্যামেরা বসানোর কাজ দেওয়া হয়। এতে ব্যয় ধরা হয়েছে ১৫২ কোটি ৫৬ লাখ টাকা। কাজটি শেষ করার কথা ছিল গত বছরের জুনে। কিন্তু নির্ধারিত সময়ে কাজ শেষ করতে না পারায় প্রকল্পের মেয়াদ ২০২৪ সালের জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। ঢাকাচট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রাম নগরীর সিটি গেইট থেকে ঢাকা সিটি মহাসড়ক সাইনবোর্ড পর্যন্ত প্রায় ২৫০কিলোমিটার সড়কে ৪৯০টি স্থানে উন্নত প্রযুুক্তির ১হাজার ৪২৭টি এই সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হচ্ছে। ইতোমধ্যে প্রায় ১১০০ ক্যামেরা স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে। মহাসড়কের অধিকাংশ এলাকা নজরদারীর আওতায় এসেছে। বাকি কাজ নির্ধারিত সময়ের অনেক আগেই শেষ হবে এবং দ্রুতই সম্পূর্ণ এলাকা নজরদারিতে আসবে। হাইওয়ে পুলিশের অ্যাডিশনাল ডিআইজি বরকতউল্লাহ খাঁন বলেন, ক্যামেরা স্থাপনের কাজ দ্রুত সম্পন্ন করা হবে। ঢাকাচট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকা হতে চট্টগ্রামের সিটি গেট পর্যন্ত সর্বমোট ২৫০কিলোমিটার মহাসড়ক সম্পূর্ণ নজরদারিতে আসবে। সাধারণ মানুষ নিরাপদে ও নির্বিঘ্নে চলাফেরা করতে পারবে। দুর্ঘটনা ঘটিয়ে যেকোনো গাড়ি পালিয়ে গেলে সেটাও শনাক্ত করা সম্ভব হবে। এরফলে মহাসড়কে চালকরা গাড়ি চালানোর সময় অধিকতর সচেতন হবে এবং এতে করে দুর্ঘটনার হার কমে আসবে। এছাড়া মহাসড়কে বিভিন্ন পণ্যবাহী যানবাহন থেকে মালামাল চুরি, ডাকাতি ও নাশকতাসহ সব ধরনের অপরাধ অনেকাংশে কমে আসবে।

পূর্ববর্তী নিবন্ধসড়ক বিভাজকে গাছ কেটে সবজির চাষ!
পরবর্তী নিবন্ধচমেক হাসপাতালে নারী দালাল আটক