ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর চট্টগ্রাম–৬ রাউজান নির্বাচনী এলাকায় এসে বিএনপির প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরী নিজ বাড়ির মসজিদে জুমা নামাজ আদায় করে মা–বাবার কবর জেয়ারত করেছেন। এরপর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন। গতকাল শুক্রবার জুমা’র নামাজ শেষে দলীয় নেত্রীর সুস্থতার জন্য দোয়া ও মুনাজাতে শরিক হন। পরে সমবেত নেতাকর্মীদের উদেশ্যে অশ্রুসিক্ত নয়নে আবেগঘন বক্তব্য রাখেন। বলেছেন এটি আমার শেষ নির্বাচন, আগের নির্বাচনে আমার পাশে ছিল দুই ভাই শহীদ সালাউদ্দিন কাদের ও সাইফুদ্দিন কাদের চৌধুরী। দুজনই এখন প্রয়াত। আপনারাই এখন আমার আপনজন হিসাবে পাশে আছেন। তিনি বলেন, যারা অপরাধ কর্মে জড়িত আছ, দোহাই লাগে তোমরা আর আমার আশপাশে এসো না। তোমাদের অপরাধ কর্মে আর আমাকে কলংকিত করার চেষ্টা করো না। তোমাদের কারণে আমি আর পাপের ভাগি হতে চাই না। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা আবুজাফর চৌধুরী, এডভোকেট এনামুল হক, সাবেক চেয়ারম্যান নুরুল হুদা, ফিরোজ আহমদ, হাবিব উল্লাহ মাস্টার, সৈয়দ মঞ্জুরুল হক, কাজী আবুল বশর, ওমর ফারুক, সাবের সুলতান কাজল, ইউছুপ তালুকদার। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সৈয়দ মোহাম্মদ তৌহিদ, শাহজান শাকিল, মোহাম্মদ হারুন সিকদার, সরোয়ার খান মঞ্জু, এনাম উল্লাহ, শামশুল হক বাবু,লিটন মহাজন, আয়ুব খান জনি, ছোটন আজম, মোহাম্মদ আলী সুমন, আবদুল মান্নান মনি, লোকমান মেম্বার।












